1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরিমানা করা হল রিকি পন্টিং-কে

২৭ ডিসেম্বর ২০১০

মেলবোর্নে অনুষ্ঠিত অ্যাশেজ সিরিজের দ্বিতীয় দিনের খেলায় আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করায় জরিমানা করা হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের ক্যাপ্টেন রিকি পন্টিং-কে৷ তিনি অবশ্য তাঁর আচরণের জন্য ক্ষমা চেয়েছেন৷

https://p.dw.com/p/zqHB
Ricky Ponting, Australia
রিকি পন্টিংছবি: AP

ইংল্যান্ডের ব্যাট্সম্যান কেভিন পিটারসনের মারা একটি বল উইকেট কিপার ব্র্যাড হ্যাডিনের হাতে পড়ে যায়৷ ধরে নেওয়া হয় আউট৷ অবশ্য হ্যাডিন একাই আউট বলে চিৎকার দেন৷ আম্পায়ার আলিম দার সেটাকে নট আউট বলে ঘোষণা দেন৷ এরপরই আম্পায়ারের সঙ্গে তর্ক করেন রিকি পন্টিং৷ তিনি আম্পায়ারের সিদ্ধান্তে পুনর্বিবেচনা করতে বলেন৷

আম্পায়ের সিদ্ধান্ত খতিয়ে দেখা হয়৷ পিটারসনের ব্যাট বল স্পর্শ করেনি৷ অর্থাৎ নট আউট৷ কিন্তু মাঠে আম্পায়ারের সঙ্গে আগেই তর্ক জুড়ে দিয়েছিলেন পন্টিং৷

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, অকারণে আম্পায়ারের সঙ্গে তর্ক, তাঁর সিদ্ধান্তকে মেনে না নেওয়ায় রিকি পন্টিংকে দোষী সাব্যস্ত করা হয়েছে৷

জরিমানা হিসেবে রিকি পন্টিং হারাবেন ম্যাচ ফি-র ৪০ শতাংশ৷ ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে জানান, ‘অট্রেলিয়ার ক্যাপ্টেন রিকি পন্টিং-এর কাছ থেকে এ ধরণের ব্যবহার গ্রহণযোগ্য নয়৷ ক্যাপ্টেন হিসেবে তাঁর উচিৎ ভবিষ্যৎ খেলোয়াড়দের জন্য উজ্জ্বল উদাহরণ রেখে যাওয়া৷ খেলা চলাকালে আম্পায়ের সিদ্ধান্ত নিয়ে তর্ক করা নয়৷'

রিকি পন্টিং অবশ্য তাঁর এই ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন৷ খেলায় ৩৪৪ রানে ইংল্যান্ড এগিয়ে রয়েছে৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক