1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জর্জ মাইকেলের ৮ সপ্তাহের হাজতবাস

১৫ সেপ্টেম্বর ২০১০

কিছু মানুষের বোধহয় শিক্ষা হয় না৷ এমনকি সঙ্গীত তারকা হলেও নয়৷ ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল এবার মাদক দ্রব্য সেবন করে গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন৷ পরিণাম – কারাদণ্ড, জরিমানা ও লাইসেন্স বাজেয়াপ্ত৷

https://p.dw.com/p/PCCa
স্টেজে অন্য মানুষ জর্জ মাইকেলছবি: AP

ব্রিটেনের সঙ্গীতশিল্পী জর্জ মাইকেল বিশ্বের প্রথম সারির তারকাদের অন্যতম৷ কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা তাঁর যেন সয় না৷ লন্ডনে জুলাই মাসে গাড়ি চালানোর সময়ে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারেন৷ সেসময়ে তিনি মাদকাসক্ত ছিলেন৷ ফলে মঙ্গলবার এক আদালত তাঁর বিরুদ্ধে ৮ সপ্তাহের কারাদণ্ডের রায় দিয়েছে৷ শুধু তাই নয়, ৫ বছরের জন্য তাঁর লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১,৪০০ ইউরো জরিমানাও করা হয়েছে৷

বিচারক হয়তো এত কড়া শাস্তি না দিলেও পারতেন৷ কিন্তু জর্জ মাইকেলের অতীত রেকর্ড এতটাই নেতিবাচক, যে কোনো রকম নমনীয়তা দেখানোর সুযোগ পান নি তিনি৷

নিজের সাফাই গাইতে কী বলছেন ৪৭ বছর বয়স্ক সমকামী এই পপ তারকা? ফ্যানদের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে জর্জ দাবি করেছেন, যে তিনি মাদকাসক্তি ছাড়তে নিয়মিত চিকিৎসা করাচ্ছেন৷ কিন্তু ব্যক্তিগত নানা সমস্যায় জর্জরিত হওয়ায় তিনি প্রায়ই আর নিজেকে সামলাতে পারছেন না৷ আগেই সহায়তা নেওয়া উচিত ছিলো, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে নিয়ে গর্বের কারণেই তা আর করা হয়ে ওঠে নি৷ জর্জ এজন্য ক্ষমা প্রার্থনা করেছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম