1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি অবশ্যই পূরণ করতে হবে’

৪ মে ২০১১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআই এর প্রধান হিউগেট লাবেল ডয়চে ভলেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, উন্নত বিশ্ব জলবায়ু তহবিলের যে প্রতিশ্রুতি দিয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে৷ তাদের প্রতিশ্রুতি ভঙ্গের কোন সুযোগ নেই৷

https://p.dw.com/p/118SO
Cyclone Sidr was the strongest named cyclone in the Bay of Bengal. The storm eventually made landfall in Bangladesh on mid November, 2007. The storm caused large-scale evacuations here. 3,447 deaths were blamed on the storm. International groups pledged US$95 million to repair the damage, which was estimated at $1.7 billion (2007 USD). Copyright: DW
জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ চায় বাংলাদশ৷ ছবি: আরাফাতুল ইসলামছবি: DW

যারা এই জলবায়ু তহবিল ব্যবহার করবেন তাদেরও স্বচ্ছতা রাখতে হবে, বলেছেন টিআই-প্রধান৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তিনি তার প্রশংসা করেছেন৷

টিআই এর প্রধান হিউগেট লাবেল জলবায়ু তহবিল ব্যবহারে সম্ভাব্য দুর্নীতির রিপোর্ট প্রকাশ উপলক্ষে ৩ দিনের সফরে ঢাকায় এসেছিলেন৷ সফর শেষে সোমবারই তিনি ঢাকা ত্যাগ করেন৷ ঢাকায় অবস্থানকালে তিনি ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে জানান, জলবায়ু তহবিলের ব্যাপারে দেয়া প্রতিশ্রুতি থেকে উন্নত বিশ্বের সরে আসার কোন সুযোগ নেই৷ আর একারণেই টিআই কোপেনহেগেন, কানকুনসহ সব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এই দাবি জানাচ্ছে৷ তারা রাষ্ট্রগুলোর ওপর চাপ সৃষ্টি করছে সঠিক সময়ে এই অর্থ দেয়ার জন্য৷ এবং এই অর্থ যেন স্বচ্ছতার সঙ্গে বিভিন্ন দেশকে দেয়া হয়৷

টিআই প্রধান জানান, এক্ষেত্রে যেসব দেশ এই অর্থ পাবে তাদেরও তা স্বচ্ছতার সঙ্গে খরচ করতে হবে৷ পুনর্বাসন এবং অভিযোজনের জন্য সঠিক পরিকল্পনা তৈরি করতে হবে৷ সুশীল সমাজসহ দেশের সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয় নিশ্চিত করতে হবে৷

তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যেই তার কমর্পরিকল্পনা ঠিক করছে যা আশাব্যঞ্জক৷ কিন্তু সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায় তা নিশ্চিত করতে হবে৷

জলবায়ু তহবিল নিয়ে উন্নত বিশ্ব ইতিমধ্যেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিযোগ৷ দুই বছরের মধ্যে ৩০ বিলিয়ন ডলার দেয়ার কথা থাকলেও ২ বছর পার হয়ে যাওয়ার পরও তা দেয়া হয়নি৷ ১০০ বিলিয়ন ডলারের তহবিলও অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য