1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জলবায়ু নিয়ে কখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছা সম্ভব নয়’

১০ জুন ২০১০

জাতিসংঘের প্রধান জলবায়ু কর্মকর্তা হিসেবে আগামী মাসে যিনি দায়িত্ব নিতে যাচ্ছেন সেই ক্রিস্টিয়ানা ফিগারেস বলেছেন, জলবায়ু নিয়ে কখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে তিনি বিশ্বাস করেননা৷

https://p.dw.com/p/NmdC
জাতিসংঘের পরবর্তী শীর্ষ জলবায়ু কর্মকর্তা ক্রিস্টিয়ানা ফিগারেসছবি: picture-alliance/dpa

তিনি বলেন, এটা একটা চলমান প্রক্রিয়া৷ তাই যখনই আমরা কোন কিছু করবো, সেটা কখনোই চূড়ান্ত কিছু হবেনা৷

জার্মানির বনে চলমানরত জলবায়ু বিষয়ক আলোচনার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন৷ আগামী মাসের ৮ তারিখে জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা হিসেবে তাঁর দায়িত্ব নেয়ার কথা রয়েছে৷

এদিকে এই বছরের নভেম্বরে মেক্সিকোর কানকুনে বসতে যাচ্ছে জাতিসংঘের আয়োজনে পরবর্তী জলবায়ু সম্মেলন৷ সেখানে যদি কোন চুক্তিতে পৌঁছা সম্ভব না হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম জলবায়ু বিষয়ক আলোচক কামরুল ইসলাম চৌধুরী৷ এমনকি সম্ভাব্য ঐ পরিস্থিতিকে তিনি ‘হলোকাস্ট'-এর সঙ্গেও তুলনা করেছেন৷ জলবায়ু আলোচনায় অংশ নিতে তিনি এখন বনে রয়েছেন৷ আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে ১২ দিনব্যাপী এই সম্মেলন৷ সারা বিশ্ব থেকে প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বন সম্মেলনে৷

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে জাতিসংঘের আয়োজনে শেষ জলবায়ু সম্মেলনটি হয়েছিল৷ বিশ্বের প্রায় ১০০টিরও বেশি দেশের সরকার প্রধানরা অংশ নিয়েছিলেন ঐ সম্মেলনে৷ ফলে গণমাধ্যমে তা বেশ প্রচার পেয়েছিল৷ সেই সময়ই অনেকে একটি নির্দিষ্ট চুক্তির আশা করেছিলেন৷ কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি৷

জলবায়ু সুরক্ষা নিয়ে শেষ রফা হয়েছিল ১৯৯৭ সালে, জাপানের কিয়োটোতে আয়োজিত একটি সম্মেলনে৷ ২০১২ সালে তার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে৷ তাই নতুন একটি চুক্তির পথ খুঁজছে পুরো বিশ্ব৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়