1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের পাশে দাঁড়াবে ইইউ

৩০ মে ২০১০

জলবায়ু পরিবর্তন নিয়ে ঢাকায় শুরু হয়েছে দু’দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন৷ গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ এলায়েন্স এই সম্মেলনের আয়োজক৷

https://p.dw.com/p/NdI8
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউ কমিশনার কনি হেডেগার্ডছবি: AP

রোববার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত বিশ্ব এই পরিবর্তনের জন্য দায়ী হলেও তারা সেভাবে এগিয়ে আসছে না৷ তিনি কোপেনহেগেন সম্মেলনে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের যে সহায়তার কথা বলা হয়েছ তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন৷

প্রধানমন্ত্রী বলেন মেক্সিকো সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে৷ সম্মিলিতভাবে নিজেদের দাবী তুলে ধরতে না পারলে উন্নত বিশ্বের সহায়তা ঠিকভাবে আদায় করা নাও যেতে পারে৷

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, লাওস, মালদ্বীপ, নেপাল ও ইয়েমেনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনের কনি হেডেগার্ড৷

তিনি জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত বিশ্বের দায় স্বীকার করে বলেন, উন্নত বিশ্ব এখনো পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসছে না৷ এজন্য প্রয়োজন জনগণ ও নীতি নির্ধারকদের এক হওয়া৷ প্রয়োজন সম্পদের সমাবেশ ঘটান৷

তিনি বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে দৃশ্যমান৷ গ্রামের মহিলা, সাইক্লোনে গৃহহারা মানুষ এবং বার বার প্রাকৃতিক দুর্যোগে ফসল ভেসে যাওয়া কৃষক –এর প্রমাণ৷

ইউরাপীয় ইউনিয়নের কমিশনার জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন৷ তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করছেন৷ তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর কন্ঠে পরিণত হয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী