1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলে চলা মার্সিডিজ

৯ জানুয়ারি ২০১৭

‘সিলভার অ্যারোজ মেরিন' নামের একটি ব্রিটিশ কোম্পানি জার্মান মার্সিডিজ কোম্পানির সঙ্গে সহযোগিতায় এমন একটি বোট তৈরি করেছে, যা দেখলে আর চড়লে মনে হবে যেন মার্সিডিজ ক্যাব্রিও চড়ছেন!

https://p.dw.com/p/2VVeV
Euromaxx Mercedes
ছবি: Mercedes

মার্সিডিজ সিলভার অ্যারো৷ না, গাড়ি নয়, বোট; চলে পানিতে৷ আইডিয়াটা এসেছে কিন্তু ‘সিলভার অ্যারোজ মেরিন' নামের একটি ব্রিটিশ কোম্পানির মাথায়, যারা ইয়ট তৈরিতে স্পেশালিস্ট৷ মার্সিডিজ তাদের সঙ্গে সহযোগিতা করছে৷ এই ইয়টে চড়লে নাকি মার্সিডিজ ক্যাব্রিও চড়ার মতো ফিলিং হবে৷

‘সিলভার অ্যারোজ মেরিন'-এর সিইও জাকোপো স্পাদোলিনি বলেন, ‘‘এটা গাড়ির মতো হতে পারে না, কেননা সাগর তো আর রাস্তা নয়; পটভূমি সব সময়ে বদলে যাচ্ছে৷ কিন্তু সত্যিই আপনার মনে হবে যেন আপনি দিব্যি আরামে গাড়ি চালাচ্ছেন৷''

মার্সিডিজ এস-ক্লাসের ক্যাব্রিও মডেলটির অনুকরণে এই ইয়টটি বানানো হয়েছে৷ বোটে চড়ে ক্যাব্রিও-তে চড়ার অনুভূতি – এটাই ছিল ডিজাইনের প্রেরণা৷ গর্ডেন ভাগেনার এই ডিজাইনের স্রষ্টা৷ ২০০৮ সাল থেকে তিনি মার্সিডিজ গাড়ির মডেলগুলোর ডিজাইনের দায়িত্বে৷ ভাগেনার বলেন, ‘‘বোটটা জলের ওপর অন্য যে সব বোট চলাফেরা করছে, তাদের থেকে দেখতে এতোটা আলাদা, কেননা এখানে গাড়ির ডিজাইনের ধরণটা বোটের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে৷ বোটটাকে দেখতে ‘কুল' হতে হবে৷ ‘কুল' বলতে লোকে বোঝায় – এ-রকম আমি আগে কখনো দেখিনি৷ তার অন্য দিকটা হলো ‘হট', মানে দারুণ বা সেক্সি৷''

গাড়ি তৈরির কোম্পানি যে বোট তৈরি করবে, সেটা নতুন কিছু নয়৷ বহুদিন আগে থেকেই পোর্শে, অ্যাস্টন মার্টিন, ফেরারি বা বুগাত্তির মতো কোম্পানি ছোটবড় বোট তৈরি করে আসছে৷ আইডিয়াটা হল, ভূমধ্যসাগরের উপকূলে যে সব বিত্তবানরা ইয়ট নিয়ে ঘোরেন, তাদের গাড়ি কেনাতেও আগ্রহী করে তোলা৷ যারা একটা ইয়ট কেনার জন্য ২৫ লাখ ইউরো খরচা করতে পারেন, তাদের গাড়ি কেনাতে পারলেই বা খারাপ কি, বিশেষ করে গাড়ি বেচাই যখন এই সব কোম্পানির আসল ব্যবসা? 

গেয়ারহার্ড সনলাইটনার/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য