1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাইজেরিয়ায় জঙ্গিবাদ

২৪ মে ২০১৪

নাইজেরিয়ার ইসলামি জঙ্গি দল বোকো হারামকে আল-কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ৷

https://p.dw.com/p/1C5CF
বোকো হারামের বিরুদ্ধে গোটা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছেছবি: Reuters

বোকো হারামের সদস্যরা দুই শতাধিক স্কুল ছাত্রীকে অপহরণের পাঁচ সপ্তাহ পর নাইজেরিয়া সরকারের আবেদনে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয়৷

কালো তালিকাভুক্ত হওয়ায় বোকো হারামের সব ধরনের সম্পদ জব্দ করা যাবে৷ এর সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপিত হবে এবং সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরবরাহ নিষিদ্ধ থাকবে৷ অবশ্য বাস্তবে এই নিষেধাজ্ঞা কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দেহ রয়েছে৷

Nigeria Boko Haram Abubakar Shekau Archiv
বোকো হারাম নেতা আবুবকর শেকাউছবি: picture alliance/AP Photo

বোকো হারাম নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে শরিয়াভিত্তিক ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকে সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসছে৷ আল-কায়েদার মতো এ সংগঠনটিও পশ্চিমা শিক্ষা-সংস্কৃতির বিরোধী৷

সংগঠনটির জঙ্গি কার্যক্রমে গত পাঁচ বছরে অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ বোকো হারাম সদস্যরা গত ১৪ এপ্রিল নাইজেরিয়ার রাজধানী আবুজায় বোমা হামলা চালায়, যাতে অন্তত ৭৫ জন নিহত হন৷ এর কয়েক ঘণ্টার মধ্যে চিবোক এলাকার একটি স্কুল থেকে ২২৩ জন স্কুলছাত্রীকে অপহরণ করা হয়৷

পরে ৫৭ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করে অপহরণের বিষয়টি স্বীকার করে বোকো হারাম৷ দলটির নেতা আবু বকর শেকাউ হুমকি দেন, নাইজেরিয়ায় পশ্চিমা শিক্ষা বন্ধ করা না হলে ‘আল্লাহর ওয়াস্তে' ওই স্কুলছাত্রীদের বাজারে বিক্রি করে দেয়া হবে৷

তিনি বন্দি বোকো হারাম সদস্যদের মুক্তির বিনিময়ে অপহৃত স্কুলছাত্রীদের মুক্তির শর্ত দিলেও নাইজেরিয়া সরকার তা নাকচ করে দেয়৷ এরপর গত ২০ মে জস শহরে একটি বিপণি বিতান ও হাসপাতালে জোড়া বোমা হামলায় অন্তত ১১৮ জন নিহত হন৷ ওই হামলার জন্যও বোকো হারামকে দায়ী করেছে নাইজেরিয়া সরকার৷

জাতিসংঘে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রে কুইনলান বলেন, ‘‘বোকো হারাম সদস্যরা যে আল-কায়েদার কাছ থেকে বোমা তৈরি ও জঙ্গি কার্যক্রমের প্রশিক্ষণ পেয়েছে, তার যথেষ্ট প্রমাণ আমারা দেখেছি৷....এই সংগঠনকে অস্ত্র ও অর্থ সরবরাহের পথ কীভাবে বন্ধ করা যায়, এখন সেটাই আমরা দেখব৷''

বোকো হারামকে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেন, ‘‘জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়াকে সহযোগিতা করতে এবং হত্যা ও সন্ত্রাসের দায়ে বোকো হারামের নেতাদের বিচারের মুখোমুখী করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷''

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে নাইজেরিয়াও রয়েছে৷ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স – এই পাঁচ স্থায়ী সদস্য দেশ ছাড়া নাইজেরিয়াসহ বাকি সবাই এ পরিষদের অস্থায়ী সদস্য৷

জেকে/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য