1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাতীয় দলের জন্য নতুন কোচ খুঁজছে বিসিবি

২৫ এপ্রিল ২০১১

বিশ্বকাপের পর এখন নতুন কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট দল৷ জিমি সিডন্সের জায়গায় নতুন কোচ নেওয়ার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে ক্রিকেট বোর্ড৷ এদিকে ইন্দোনেশিয়ায় শেষ মুহূর্তে বেশ ভালো করলেন বাংলাদেশী গলফার সিদ্দিকুর রহমান৷

https://p.dw.com/p/113N3
বাংলাদেশ জাতীয় দলছবি: AP

অস্ট্রেলীয় কোচ জিমি সিডন্সের অধীনে গত কয়েকটি বছর কাটানোর পর এবার নতুন কোচ সন্ধান শুরু করলো বাংলাদেশ ক্রিকেট দল৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, ইতিমধ্যে তাঁরা নতুন কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন৷ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পাশাপাশি এবার দেশীয় সংবাদ মাধ্যমেও এই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি৷ অর্থাৎ জাতীয় দলের জন্য কেবল বিদেশী কোচ নয় দেশী কোচও এবার বিসিবির মাথাতে রয়েছে৷ জানা গেছে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এর জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দেওয়া হবে৷ আগামী ১৫ মের মধ্যে যারা আগ্রহ দেখাবেন তাদের মধ্য থেকে ঠিক করা হবে কে হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী কোচ৷ তবে প্রধান কোচ হিসেবে বিদেশ থেকে কাউকে নিয়ে আসার সম্ভাবনাই বেশি৷

এদিকে গলফে ইন্দোনেশিয়ান মাস্টার্সের চতুর্থ রাউন্ড শেষে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশী গলফার সিদ্দিকুর হরমান৷ এর আগে মালয়েশিয়াতে তিনি হয়েছিলেন অষ্টম, সেই হিসেবে ইন্দোনেশিয়াতে বেশ ভালোই করলেন সিদ্দিক৷ অবশ্য প্রথম দুই রাউন্ডে খুব একটা ভালো করতে পারেন নি তিনি৷ তবে তৃতীয় রাউন্ডে ঘুরে দাড়ান, এবং চতুর্থ রাউন্ডে পারের চেয়ে চার শট কম নিয়ে শেষ করেন ব্রুনেই ওপেন জয়ী এই গলফার৷ এদিকে ইন্দোনেশিয়ান মাস্টার্সের শিরোপা জিতেছেন বিশ্বের দ্বিতীয় সেরা গলফার ইংল্যান্ডের লী ওয়েস্ট উড৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য