1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলার প্রেমে পোল্যান্ডের তরুণী

৬ আগস্ট ২০১৫

ছোটবেলা থেকেই তাঁর বিভিন্ন দেশ সম্পর্কে জানার আগ্রহ৷ একদিন শুরু হলো বাংলাদেশ সম্পর্কে পড়াশোনা৷ ‘আমার সোনার বাংলা' শুনে এত ভালো লাগলো যে সেই থেকে বাংলা শিখছেন, বাংলায় গান গাইছেন পোল্যান্ডের মেয়ে জয়া৷

https://p.dw.com/p/1GAu4
Screenshot Youtube Polish girl sings a beautiful bengali song EINSCHRÄNKUNG
ছবি: youtube.com/Patrycja Śliwińska

নাম ছিল প্যাট্রিসিয়া৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে পড়াশোনা শুরুর আগে বাঙালি মেয়ের উপযোগী একটা নামও বেছে নেন পোলিশ তরুণী৷ প্যাট্রিসিয়াকে এখন পোল্যান্ডের সবাই ‘জয়া' নামেই চেনে৷ বাংলা গান গাইছেন নিয়মিত৷ ‘আমি বাংলায় গান গাই' গানটা গেয়েছেন প্রায় শুদ্ধ উচ্চারণে৷ শুনুন জয়ার বাংলা গান, দেখুন বাংলাকে কত ভালোবাসেন সুকণ্ঠী এই বিদেশিনী৷

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান