1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের দুর্গত মানুষের পাশে তাইওয়ানের তারকা জগত

১৯ মার্চ ২০১১

জাপানের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে বিপর্যস্ত মানুষদের জন্য সহায়তায় এগিয়ে এলো তাইওয়ানের তারকা জগত৷ জাপানের দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহে লাইভ টেলিভিশন অনুষ্ঠানে যোগ দিলেন তাঁরা৷

https://p.dw.com/p/10ccg
ভূমিকম্প ও সুনামির ভয়াবহতাছবি: AP

আয়োজকরা জানিয়েছেন, চার ঘণ্টারও কম সময়ে সংগ্রহ হয়েছে প্রায় ৪০ লাখ ডলার৷ স্থানীয় মুদ্রায় প্রায় ১১ কোটি ৪০ লাখ তাইওয়ানি ডলার৷ অবশ্য এতো বিশাল অঙ্কের তহবিল গড়তে কোন একক তারকা কিংবা একক টেলিভিশন চ্যানেল কাজ করেনি৷ বরং একইসময়ে তাইওয়ানের অধিকাংশ টেলিভিশনে অর্থ সংগ্রহের জন্য বিশেষ অনুষ্ঠানে যোগ দেন সেখানকার সংগীত ও অভিনয় জগতের জনপ্রিয় তারকা ও মডেলরা৷ তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পপ তারকা অ্যা-মেই এবং সিঙ্গাপুরের সংগীত শিল্পী স্টিফানি সান৷

তারকাদের এই আহ্বানে বেশ উৎসাহের সাথে সাড়া দেন তাইওয়ানের মানুষ৷ সবচেয়ে বড় অঙ্কের সহায়তা করেন চেন নামের এক সৌভাগ্যবান ব্যক্তি৷ তিনি মাত্র কিছুদিন আগে সেখানকার শীর্ষ লটারিতে বিজয়ী হয়েছিলেন৷ তাই তিনি একা জাপানের মানুষের জন্য দান করেছেন ৫ কোটি তাইওয়ানি ডলার৷ তবে এই উদ্যোগে শুধু তারকারাই নন এবার মাঠে নামতে যাচ্ছেন স্বয়ং প্রেসিডেন্ট মা ইং-জেও এবং ফার্স্ট লেডি চাও মেই চিং৷ একইসাথে হংকং এর তারকা অ্যান্ডি লাউ এর ভিডিও বার্তাও জুড়ে দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির সেই বিশেষ অনুষ্ঠানে৷

উল্লেখ্য, এখন পর্যন্ত তাইওয়ান প্রশাসন ১০ কোটি তাইওয়ানি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপানের জন্য৷ এছাড়া সেখানকার অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থাগুলোও এগিয়ে এসেছে মোটা অঙ্কের সহায়তা নিয়ে৷ প্রসঙ্গত, তাইওয়ান ১৮৯৫ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানের কলোনি ছিল৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক