1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানের পারমাণবিক বিপর্যয়ে উদ্বিগ্ন ইসরায়েল

১৭ মার্চ ২০১১

জাপানের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির পর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে বিস্ফোরণে উদ্বিগ্ন বিশ্ববাসী৷ এই দুর্যোগের পর বিভিন্ন দেশের পরমাণু বিদ্যুৎ চুল্লি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে৷

https://p.dw.com/p/10bFE
ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রছবি: AP

কয়েকটি দেশ পারমাণবিক এইসব চুল্লির কাজ আপাতত বন্ধ করে রেখেছেন৷ কোন কোন দেশ আবার ভাবছে তাদের পরিকল্পিত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আদৌ স্থাপন করা ঠিক হবে কিনা৷

ইসরায়েলের উদার বামপন্থী একজন আইনজীবী ইসরায়েলের একটি পরমাণু চুল্লির অসামরিক পরিদর্শনের দাবি করেছেন৷ পরমাণু চুল্লিটির অবস্থান ডিমেনার কাছে দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে৷ ‘নেসেট জয়েন্ট কমিটি ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট' এর সভাপতি ডোভ খেনিন বলেছেন, গ্রেট রিফ্ট উপত্যকা থেকে ৩০ কিলোমিটার দূরের পারমানবিক চুল্লিটি ঠিকমতো পরিদর্শন করা হয়না৷

ইসরায়েলের সংসদ নেসেট এর যৌথ ‘জিউস আরব পার্টি'র আইনজীবী হাদাশ বলেছেন,যেকোন ধরণের বিপর্যয় ঘটলে এই চুল্লির পরিবেশ এবং স্বাস্থ্যের উপর যে প্রভাব ফেলবে তা ভয়ঙ্কর৷ তিনি ইসরায়েলের পরমাণু চুল্লি প্রসঙ্গে বলেন, এই চুল্লিটি অনেক পুরানো, যা থেকে সমস্যা সৃষ্টি হতেই পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা একমত হয়েছেন৷ এই সমস্যার দ্রুত সমাধান করার দাবি জানান তিনি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়