1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেয়েরাও থাকবে পাশে

২৭ মে ২০১৪

হাওয়ায় উড়ছে জাপান৷ তিনবছর আগে মেয়েরা জিতেছিল ফুটবল বিশ্বকাপ৷ এবার জিতল এশিয়া কাপ৷ একই দিনে ছেলেরা ব্যাডমিন্টন আর রাগবিতে পেয়েছে বড় সাফল্য৷ তারপর? ব্রাজিল বিশ্বকাপে জাপানের ছেলেরাও কি বিশেষ কিছু করে দেখাবে?

https://p.dw.com/p/1C765
Fußball WM 2014 Nationalmannschaft Training Japan
ছবি: Getty Images/AFP

সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না৷ ২০১১ সালে জাপানের মেয়েরা বিশ্বকাপ জিতে চমক দেখিয়েছিল৷ রোববার হো চি মিন-এর ফাইনালে অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে এশিয়া কাপও ঘরে তুলেছে৷ ফাইনালের পর হোমারে সাওয়া বলেছেন, ‘‘এবার আমরা সবাই ছেলেদের সমর্থন দেবো৷’’ তার মানে, ব্রাজিল বিশ্বকাপের জাপান দলকে যতটা সম্ভব প্রেরণা জোগাতে প্রস্তুত মেয়েদের দল৷

হোমারে সাওয়া জাপান মহিলা দলের স্ট্রাইকার হলেও এখন অনেকেই তাঁকে চেনেন৷ ফিফা বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার পাওয়ার পর তাঁর দিকে নজর না রেখে কি পারা যায়, বলুন?

এখন থেকে জাপানের ছেলেদের ব্যাডমিন্টন আর রাগবির দিকেও একটু বেশি মনযোগ দিতে ভুলবেন না৷ জাপানের ছেলেরা ব্যাডমিন্টনে চীনের একাধিপত্যে ছেদ টেনেছে থমাস কাপ জিতে৷ দিল্লিতে অনুষ্ঠিত ব্যাডমিন্টনের এই ঐতিহ্যবাহী আসরের ফাইনালে মালয়েশিয়াকে ৩-২ সেটে হারায় তারা৷

রোববার জাপান রাগবি দলও দেখিয়েছে দারুণ এক সাফল্য৷ টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে হংকংকে ৪৯-৮ ব্যাবধানে হারিয়ে ২০১৯-এর বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে তারা৷ সেই বিশ্বকাপের আয়োজকও জাপান৷ ২০২০ সালে অলিম্পিকের আসরও বসবে জাপানে৷

সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে জাপানের বৃহস্পতি এখন তুঙ্গে৷ আসন্ন ব্রাজিল বিশ্বকাপেও কি সেই ধারা অব্যাহত থাকবে? জাপান এই নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ চূড়ান্ত পর্বে খেলবে৷ আগে কখনো দ্বিতীয় রাউন্ডের বেশি এগোতে পারেনি৷ এবার গ্রুপ ‘সি’ থেকে কি চমক দেখাতে পারবে? গ্রুপের বাকি তিন দল কলম্বিয়া, গ্রিস আর আইভরি কোস্ট৷ গ্রুপ পর্ব টপকানোই কঠিন হওয়ার কথা৷ তবু জাপানের মানুষ চমক আশা করছে৷ মেয়েরা যদি বিশ্বকাপ আর এশিয়া কাপ জিততে পারে, ছেলেরা যদি পারে ব্যাডমিন্টন আর রাগবিতে ঈর্ষণীয় সাফল্য পেতে, ফুটবলে ব্রাজিলের ছেলেরা পারবে না কেন!

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য