1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে আত্মহত্যার সংখ্যা বাড়ছে

১৪ মে ২০১০

আত্মহত্যার পরিসংখ্যানে গোটা বিশ্বে শীর্ষ স্থান অধিকার করে রয়েছে জাপান৷ ২০০৯ সালে সেদেশে প্রায় ৩২,০০০ মানুষ আত্মহত্যা করেছে৷

https://p.dw.com/p/NMmM
চরম সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তছবি: dpa - Bildarchiv

বিশ্বের সেরা শিল্পোন্নত দেশগুলির অন্যতম হওয়া সত্ত্বেও জাপানে মানসিক অবসাদের কারণে অনেকেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন৷ সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা এই প্রবণতায় আরও ইন্ধন যোগাচ্ছে৷ ২০০৯ সালে সেদেশে মোট ৩২,৮৪৫ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যা তার আগের বছরের তুলনায় ১.৮ শতাংশ বেশি৷ অর্থাৎ প্রতিদিন গড়ে ৯০ জন নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে৷ বিশেষজ্ঞদের মতে, এর অর্থ দিনে প্রায় ১,০০০ মানুষ আত্মহত্যার সিদ্ধান্তের প্রায় কাছাকাছি চলে আসছেন৷ তাদের মধ্যে ৯০ জন শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কার্যকর করছেন৷ মনে রাখতে হবে, ২০০৮ সালে জাপানের জনসংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৭৬ লক্ষ৷

১৯৯৮ সাল থেকেই জাপানের অর্থনীতি ধাক্কা খেতে শুরু করেছে৷ সেই বছর থেকেই আত্মহত্যার বাৎসরিক সংখ্যা ৩০,০০০-এর সীমা অতিক্রম করেছে৷ তারপর থেকে টানা ১২ বছর ধরেই আত্মহত্যার সংখ্যা কমে নি৷ এই মানসিক অবসাদ সহ নানা স্বাস্থ্যগত সমস্যা আত্মহত্যার প্রধান কারণ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অর্থনৈতিক সমস্যা ও পারিবারিক সমস্যা৷ যাঁরা এই চরম পথ বেছে নিচ্ছেন, তাঁদের মধ্যে প্রায় ৭১ শতাংশই পুরুষ৷ বিশেষ করে যাঁদের বয়স ৫০ পেরিয়েছে, তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি৷ প্রতি ১ লক্ষের মধ্যে ৩৮.৫ শতাংশই মধ্যবয়সী মানুষ৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক