1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে তেজস্ক্রিয় বিকিরণের বিপদ এখনো কাটে নি

১৬ মার্চ ২০১১

জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে অনিশ্চয়তা এখনো কাটছে না৷ পরিস্থিতি সামাল দিতে মার্কিন সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে৷

https://p.dw.com/p/10aVy
ফুকুশিমার দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রছবি: AP

ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব ঘটনার ঠিক পরেই বোঝা গেছে৷ কিন্তু ফুকুশিমার দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ও তেজস্ক্রিয় বিকিরণের প্রভাব নিয়ে অনিশ্চয়তা এখনো কাটছে না৷ বিকিরণের মাত্রা, সেই মাত্রায় হেরফের, তার স্থায়িত্ব, কত বড় এলাকা জুড়ে তা ছড়িয়ে পড়ছে বা পড়বে – এসব প্রশ্নের কোনো সহজ উত্তর এখনো পাওয়া যাচ্ছে না৷ আপাতত সবার নজর ৫ ও ৬ নম্বর চুল্লির দিকে৷ বুধবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে, যে এই দুটি চুল্লি ঠাণ্ডা করতে জল ঢালা হচ্ছে৷ এর আগে হেলিকপ্টারের মাধ্যমে আকাশ থেকে ফুকুশিমার চুল্লিগুলির উপর জল ঢালার পরিকল্পনা নেওয়া হলেও তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত সেই ঝুঁকি নেওয়া হয় নি৷ মার্কিন সামরিক বাহিনীর দমকল ট্রাক আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে৷ জাপানের সম্রাট আকিহিতো জাতির উদ্দেশ্যে দেওয়া বিরল এক ভাষণে দেশে বিপর্যয়ের ফলে চরম দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন৷ সেইসঙ্গে তিনি বিকিরণের আশঙ্কার ফলে গভীর দুশ্চিন্তার কথাও বলেন৷

Japan Katastrophe Kaiser Akihito Fernsehansprache
বুধবার টিভিতে ভাষণ দেন জাপানি সম্রাট আকিহিতোছবি: AP

বিদেশী নাগরিকরা টোকিও ছাড়ছেন

বিশ্বের বিভিন্ন দেশ জাপানে তাদের নাগরিকদের সতর্ক করে দিচ্ছে৷ গত কয়েক দিনের মতো আজও অনেক বিদেশী প্রতিনিধি টোকিও ছেড়ে দেশের দক্ষিণের দিকে রওনা হয়েছেন৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশের নাগরিকদের এমন পরামর্শ দিয়েছে৷ জাপান ভ্রমণের ক্ষেত্রেও সতর্কতা জারি করেছে কিছু দেশ৷ অস্ট্রেলিয়া সেদেশের নাগরিকদের জাপান ছেড়ে চলে যাবার পরামর্শ দিয়েছে৷ তবে দেশ ছাড়ার হিড়িক সত্ত্বেও বিমানবন্দরগুলিতে কোনো অরাজকতা বা অচলাবস্থা দেখা যাচ্ছে না৷

বাকিদের ভাবনা

জার্মানি সহ অন্যান্য অনেক দেশের মতো চীনও পরমাণু শক্তি নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা করছে৷ সেদেশের কর্তৃপক্ষ নতুন পরমাণু বিদ্যুৎ প্রকল্পের অনুমোদন আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ অবশ্য মন্তব্য করেছেন, যে সামগ্রিকভাবে পরমাণু শক্তি নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই৷ পরমাণু বিদ্যুৎ কেন্দ্র শুধু সঠিক স্থানে অবস্থান, সঠিক ডিজাইন ও ঠিকমতো পরিচালনা করাই আসল কথা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান