1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত জিনিস

৪ মে ২০১০

প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসন ব্যবহৃত ৩০০ টি জিনিস প্রদর্শিত হচ্ছে জাপানের রাজধানী টোকিওতে৷ এই জিনিসগুলোর মধ্যে রয়েছে তাঁর বিখ্যাত পাথরখচিত দস্তানা৷ আছে তাঁর প্রিয় ১৯৬৭ সালের রোল্স রয়েস গাড়িটিও৷

https://p.dw.com/p/NDuJ
পপ সম্রাট মাইকেল জ্যাকসনছবি: AP

মাইকেল জ্যাকসনের স্মৃতিধারী এই জিনিসগুলো রাখা হয়েছে টোকিও টাওয়ারের নীচে একটি হল রুমে৷ প্রদর্শনীতে রাখা প্রয়াত এই পপ তারকার ব্যবহৃত সামগ্রীগুলো দেখবার সময় ভক্তরা আবেগাপ্লুত হয়ে পড়েন৷ কেউ কেউ এমনকি মূর্ছাও যান৷

এই প্রদর্শনীতে রাখা হয়েছে মাইকেল জ্যাকসনের ব্যবহার করা মঞ্চে অংশগ্রহণের বিভিন্ন সামগ্রী ও সাজ-সরঞ্জাম৷ বিশ্বখ্যাত এই পপ তারকা গত বছরের জুন মাসে মাত্র ৫০ বছর বয়সে মারা যান৷

প্রদর্শনী দেখতে আসা ভক্তদের মধ্য ফুঁপিয়ে কাঁদছিল কিমিকো সাতো৷ তিনি বলেন, ‘‘এই প্রদর্শনী দেখে আমি মাইকেল জ্যাকসনের স্মৃতিচারণ করছি৷ আমার মনে হচ্ছে, তিনি যেন এখনও বেঁচে আছেন''৷

Bericht über Michael Jacksons Tod in Japan
জাপানে জ্যাকসন-ফ্যানের সংখ্যা অগুন্তিছবি: AP

২১ বছর বয়সি চীনা নাগরিক ইউ তাই৷ জাপানে পড়াশুনা করছেন তিনি৷ এই প্রদর্শনী দেখতে এসে তিনি জানান, ‘‘এটা ভীষণ দুঃখজনক যে আমরা তাঁকে হারিয়েছি৷ তাঁর গাওয়া প্রত্যেকটি গান আমার ভীষণ ভাল লাগে এবং তাঁর জীবন ধারাও আমার পছন্দের৷ তিনি ছিলেন অসাধারণ''৷

এই প্রদর্শনীতে স্থান পায় তাঁর গত বছর আয়োজিত লন্ডনের কনসার্টের সব সামগ্রী৷ এমনকি তাঁর শেষ দিনগুলোতে ব্যবহার করা খাবারের বক্সটিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে৷ রয়েছে তাঁর অ্যান্টিক পিয়ানো, ‘নেভারল্যান্ড' খামার বাড়ির গেটের চিহ্ন, বিভিন্ন পুরস্কার৷ আরও স্থান পেয়েছে এক মিলিয়ন কপি বিক্রি হওয়া সব গানের অ্যালবামের সোনার ডিস্ক৷ আর এই অ্যালবামগুলোর মধ্যে রয়েছে - ‘রকিন রবিন', ‘গট টু বি দেয়ার', ‘মেবি টুমরো' এবং ‘আই ওয়ান্ট ইউ ব্যাক'৷

এই প্রদর্শনী চলবে আগামী ২৫ জুন পর্যন্ত৷ আর আয়ের অর্থের কিছু অংশ দিয়ে শিশুদের সাহায্য করা হবে৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক