1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতের নায়েবে আমীর সাঈদীর জামিনের আবেদন খারিজ

২০ এপ্রিল ২০১০

ভোলার শূন্য আসনের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রায় প্রতিটি দৈনিকে রয়েছে খবর৷ এছাড়া একটি খবর পত্রিকায় খুব আলোচিত হয়েছে৷ সেটি হলো জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে জামিন না দেবার খবরটি৷

https://p.dw.com/p/N0fb
চলতি অর্থবছরে সার্বিক রপ্তানি কমেছে ৩ দশমিক ২১ শতাংশছবি: AP

বাংলাদেশে ১৯৭১ সালে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে জামিন দেয়নি হাইকোর্ট৷ পরে আদালত জামিন আবেদনটি খারিজ করে দিয়েছে৷ দৈনিক ইত্তেফাক এই খবরটিকেই প্রধান শিরোনাম করেছে৷ ঐ খবরে বলা হচ্ছে, হাইকোর্ট খুবই গুরুত্ব দিয়ে বলেছে, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল ও তদন্তকারী সংস্থার কার্যক্রম ব্যাহত করবে, এ মুহূর্তে এমন কোন আদেশ বা নির্দেশ দেয়াও ঠিক হবে না৷

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল বিদ্যুৎ ঘাটতি৷ ব্যবসা-বাণিজ্যে এর কি প্রভাব পড়ছে?

এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে দৈনিক সংবাদ৷ সংবাদ জানিয়েছে, বিদ্যুৎ-গ্যাস সঙ্কটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে গার্মেন্টস শিল্প৷ গত নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গার্মেন্টস শিল্পে ক্ষতি হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা৷ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে সার্বিক রপ্তানি কমেছে ৩ দশমিক ২১ শতাংশ৷

চোখে পড়ার মতো খবর

সমকালের একটি খবর চিন্তার খোরাক যোগাচ্ছে৷ সমকাল জানাচ্ছে, বরেন্দ্র অঞ্চলের মাটিতে চূড়ান্ত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে৷ দীর্ঘদিন ধরে যথেচ্ছভাবে ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে ভূগর্ভে সংরক্ষিত পানি আশঙ্কাজনক হারে কমে গেছে৷ এ কারণে এ অঞ্চলের মাটিতে দেখা দিতে শুরু করেছে দীর্ঘ ও গভীর ফাটল৷ এসব ফাটল থেকে বড় ধরনের ভূমিধস ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছেন মৃত্তিকাবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা৷

আজ চালু হচ্ছে বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক

এদিকে কালের কন্ঠ এবং সমকাল পত্রিকার আরেক খবরে জানানো হয়েছে, আজ মঙ্গলবার উদ্বোধন হচ্ছে, নানা ঘটনা-দুর্ঘটনার সাক্ষী বিজয় সরণি-তেজগাঁও সংযোগ সড়ক৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন৷

গ্রন্থনা: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী