1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামা কেনায় কড়াকড়ি

২৯ মে ২০১৩

টি-শার্ট ও মুখোশ কিনলে কিংবা ব্যানারের প্রিন্ট নিতে গেলে পরিচয়পত্র দেখাতে হবে – এমন পদক্ষেপ নেয়া হয়েছিল বিক্ষোভ ঠেকাতে৷ অবশেষে চীনের ইউন্নান প্রদেশ সরকার জানিয়েছে, প্যারাক্সিলিন উৎপাদনের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না৷

https://p.dw.com/p/18fa0
ছবি: dapd

প্যারাক্সিলিন (পিএক্স) উৎপাদনের পরিকল্পনা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর কুনমিং৷ সেখানে একটি শোধনাগারে বিষাক্ত পিএক্স উৎপাদনের তোড়জোর শুরু হবার পর থেকেই অসন্তোষ দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের মাঝে৷ অসন্তোষ খুবই স্বাভাবিক, কেননা, রং আর প্লাস্টিকের বোতল তৈরি করার জন্য পিএক্স উৎপাদন করা হলে মানুষের জীবন যে বিপন্ন হবে এটা জানা কথা৷

সে কারণেই পিএক্স উৎপাদনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছিল কুনমিংয়ের মানুষ৷ বিক্ষোভ পরিকল্পনা বাস্তবায়নে বাধা আসছিল প্রশাসনের তরফ থেকে৷ আগামী ৬ জুন কুনমিংয়ে শুরু হবে চীন-দক্ষিণ কোরিয়া এক্সপো৷ পাঁচ দিনের এই বাণিজ্য মেলা শুরুর দিনেই রাস্তায় নেমে বিক্ষোভ জানানোর পরিকল্পনা ছিল আন্দোলনকারীদের৷ প্রথমে বিক্ষোভে বেশি মানুষের জমায়েত রুখতে সাদা টি-শার্ট এবং মুখোশ কেনা এবং ব্যানারের প্রিন্ট নেয়া বা ফটোকপি করানোর সময় সবাইকে পরিচয়পত্র দেখাতে বলা হয়৷ বিক্ষোভের প্রস্তুতি তারপরও পুরোদমেই চলছিল৷ আর উপায় না দেখে অবশেষে বিক্ষোভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউন্নানের প্রাদেশিক সরকার৷ এক আদেশে বলা হয়, চীন-দক্ষিণ কোরিয়া এক্সপো চলার সময় কোনো রকমের বিক্ষোভ কর্মসূচি পালন কিংবা বিক্ষোভের পক্ষে প্রচারণা চালানো যাবে না৷

এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য