‘জার্মানিতে অসংখ্য প্রবীণ অভিবাসী’ | পাঠক ভাবনা | DW | 18.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মানিতে অসংখ্য প্রবীণ অভিবাসী’

ব্যস্ত থাকার কারণে সারাদিন ওয়েবসাইট দেখার সুযোগ হয়ে ওঠেনি৷ একটু সময় বের করে প্রতিদিনের মতো ওয়েবসাইট খুলে বসলাম৷ একটু চোখ বুলিয়ে নিলাম নতুন দেওয়া প্রতিবেদনগুলির প্রতি৷

‘জার্মানিতে দারিদ্রের কবলে অসংখ্য প্রবীণ অভিবাসী' বিষয়টির দিকে বিস্তারিত আলোকপাত বেশ গুরুত্ব দিয়ে পড়ে নিলাম এবং ‘ত্বকের ক্যানসারের জন্য দায়ী সোলারিয়াম' এর ব্যবহার নিয়ে নতুন অনেক তথ্য জানতে পেরে উপকৃত হলাম৷ এভাবেই লিখেছেন নতুন দিল্লি থেকে নিয়মিত পাঠক বন্ধু সুভাষ চক্রবর্তী৷

ডয়চে ভেলে থেকে জানতে পারলাম জামায়েত নেতা আলী আহসান মুজাহিদের ফাঁসির রায়ের কথা৷ সঠিক রায়ের জন্য বিচারককে ধন্যবাদ৷ নুরুননাহার আপা, পাঠক ভাবনা পাতাটি দয়া করে বন্ধ করবেন না ! অনুরোধ করেছেন ডা.অসিত কুমার দাস মিন্টু, চট্টগ্রাম থেকে৷

– ভাই মিন্টু, পাঠক বন্ধুদের মতামত জানানোর জন্য এই বিশেষ পাতাটি বাংলা বিভাগ কখনো বন্ধ করতে চায় না৷ তবে পাঠক বন্ধু অর্থাৎ আপনাদের কাছ থেকে মতামত না পেলে এই প্রশ্ন এসে যায়৷ ‘পাঠক ভাবনা' থাকা বা না থাকা নির্ভর করে আপনাদের ওপর৷

পানপাড়া, নদীয়া থেকে বোন মঞ্জু দাস লিখেছেন, পাঠক ভাবনা ছাড়া ডয়চে ভেলের ওয়েবসাইট সম্পূর্ণ হতে পারেনা৷ আমরাও কিন্তু তাইই মনে করি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন