1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে উচ্চশিক্ষা নিয়ে নানা প্রশ্ন এবং উত্তর

২৪ জানুয়ারি ২০১১

এক বছর হতে চলল ক্যাম্পাস পরিবেশনা৷ এর মাঝে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ভর্তিসহ বিভিন্ন বৃত্তি প্রতিষ্ঠানের নানা তথ্য উপহার দেওয়া হয়েছে৷ কিন্তু তারপরও অনেক কিছু অনেক সময়ে বোঝা যায়নি৷ সেই আলোকে এসেছে অসংখ্য প্রশ্ন৷

https://p.dw.com/p/101Sr
ছবি: AP

ভিসা কীভাবে পাওয়া যাবে?

ভিসা পাওয়ার ক্ষেত্রে যা প্রয়োজন তা হল, বিশ্ববিদ্যালয় আপনাকে ছাত্র বা ছাত্রী হিসেবে গ্রহণ করেছে, আপনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড স্টুডেন্ট – তা দেখাতে হবে৷ আপনি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তা বিশ্ববিদ্যালয়কেই জানাতে হবে৷ এছাড়া আপনি যদি বৃত্তি পেয়ে থাকেন, সেক্ষেত্রে ভিসা পেতে আরো সহজ হবে৷ আপনি যদি বৃত্তি না পান, তাহলে ব্যাঙ্ক এ্যাকাউন্টে বেশ মোটা অঙ্কের টাকা আপানাকে দেখাতে হবে৷ তা হতে হবে সেমেস্টার ফি, থাকা-খাওয়া এবং হাত খরচের অঙ্ক৷ কত টাকা দেখাতে হবে, তা নির্ধারণ করবে বিশ্ববিদ্যালয়৷ তবে দূতাবাস আরো অনেক কিছু দাবি করতে পারে৷ যেমন দূতাবাস বলতে পারে, ‘‘মাস্টার্স করবেন দু'বছর ধরে৷ তাহলে দু'বছরের পুরো টাকা একসঙ্গে দেখাতে হবে৷'' তা হতে পারে প্রায় ২০ লাখ টাকার সমান৷ এক্ষেত্রে বৃত্তিই হবে ভিসা পাওয়ার সবচেয়ে সহজ উপায়৷

ডয়চে ভেলে ফাইনান্স করবে কিনা? ডয়চে ভেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করবে কিনা?

18.07.2006 projekt zukunft fragezeichen
এই ছবিটিকেই খুঁজছেন আপনি৷ ছবিটির তারিখ 24/01/2011 এবং কোড:7211 পাঠিয়ে দিন bengali@dw-world.de ঠিকানায় অথবা এসএমএস করুন 0088 0173 030 2205, ভারত: 0091 98309 97232 নম্বরে৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জিততে পারেন আকর্ষণীয় সারপ্রাইজ গিফট…ছবি: DW-TV

ডয়চে ভেলে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা বৃত্তি প্রতিষ্ঠান নয়৷ তাই ডয়চে ভেলে আপনাকে কখনোই আর্থিকভাবে সাহায্য করতে পারবে না৷ এমনকি প্রয়োজনীয় কোন চিঠিও আপনাদের জন্য লিখবে না৷ এটি একটি সংবাদ মাধ্যম৷ বাংলা বিভাগের কাজ শুধু তথ্য পরিবেশন করা৷ ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে উচ্চশিক্ষা সম্পর্কে বিশেষ অংশেই পাবেন যাবতীয় তথ্য৷

কীভাবে জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়?

প্রতিটি বিশ্ববিদ্যালয়েই ভর্তির বিভিন্ন নিয়ম কানুন আছে৷ আপনাকে ক্লিক করতে হবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে৷ ডয়চে ভেলের ওয়েবসাইটে জার্মানিতে পড়াশোনা পাতায় যদি আপনি ক্লিক করেন তাহলে অনেক প্রশ্নের উত্তর আপনি জানাবেন৷ সেখানে নিখুঁতভাবে গুরুত্বপূর্ণ অনেক তথ্য তুলে দেওয়া আছে৷ সেগুলো দেখুন, জানুন৷

জার্মানিতে পড়াশোনা করতে, এখানে ছাত্র হিসেবে বসবাস করতে কত টাকা লাগবে?

সেটা নির্ভর করছে, আপনি কোথায় পড়াশোনা করতে চান বা কোন বিষয়ে পড়তে চান৷ জার্মানিতে বেশ কিছু রাজ্য টিউশন ফি'র প্রবর্তন করেছে৷ একেক রাজ্য বা একেক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফি একেক রকম৷ তা জানার একমাত্র পথ হল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ক্লিক করা৷ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর দিচ্ছি৷ এরপর বাকি তথ্যগুলো আপনাকেই খুঁজে বের করতে হবে৷

বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কী কী পরীক্ষা দিতে হবে?

যথেষ্ট জার্মান ভাষা জ্ঞান প্রমাণ করতে পরীক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে৷ তবে বিশ্ববিদ্যালয় কোন পরীক্ষার রেজাল্ট চাইছে তা বিশ্ববিদ্যালয়ই বলতে পারবে৷ সেই পরীক্ষা হতে পারে – ডিএইচএস, টেস্ট ডাফ, ক্লাইনেস ডয়চেস স্প্রাখডিপ্লোম, গ্রোসেস ডয়চেস স্প্রাখডিপ্লেম অথবা সেন্ট্রালে ওবারস্টুফেন প্রুফুং৷ এছাড়া আপনি ইংরেজি ভাষায় কতটা দক্ষ, তাও জানাতে হবে৷ টোফেল বা আইইএলটি এস স্কোর দেখাতে হবে৷ কত স্কোর প্রয়োজন তা শুধু বিশ্ববিদ্যালয়ই জানাতে পারবে৷

জার্মানিতে কীভাবে পিএইচডি করা যায়?

গত মাসে বন শহরের জেডইএফ নিয়ে একটি পর্ব প্রচার করা হয়েছে৷ সেখানে অত্যন্ত পরিস্কারভাবে বলা হয়েছে, পিএইচডি-র জন্য কীভাবে নিজেকে তৈরি করতে হবে৷ কোন কোন কাগজপত্র জমা দিতে হবে, কোন শর্তগুলো পূরণ করতে হবে৷ ডয়চে ভেলের বাংলা বিভাগের ওয়েবসাইটে জার্মানিতে উচ্চশিক্ষা কলামে সেই তথ্যগুলো এখনো রয়েছে৷

যারা জার্মানিতে পড়াশোনার জন্য আসতে চান – তারা আরো অনেক তথ্য পাবেন ওয়েবসাইটের জার্মানিতে উচ্চশিক্ষার পাতায়৷ ক্যাম্পাসের প্রতিটি পর্ব সেখানে রয়েছে৷ রয়েছে আরও অনেক বাড়তি তথ্য৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন