1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ধনী-দরিদ্রের ব্যবধান বাড়ছে

১৬ জুন ২০১০

জার্মানিতে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বেড়ে চলেছে৷ জার্মানির অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ডিআই ডাব্লিউ এর এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে৷ সমীক্ষাটির ফলাফল প্রকাশিত হয়েছে মঙ্গলবার বার্লিনে৷

https://p.dw.com/p/NrwF
অনেক স্বেচ্ছাসেবী সংগঠন খাবার বিতরণ করেনছবি: dpa

সমীক্ষার গবেষকরা বলেছেন, এই প্রবণতা মধ্যবিত্তদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে৷ গবেষকদের মতে, একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ৷ সমীক্ষার ফলাফলের পরিপ্রেক্ষিতে, বিভিন্ন সংগঠন জার্মান সরকারের প্রতি আবেদন জানিয়েছে বিতর্কিত ব্যয় সংকোচন নীতি পরিত্যাগের জন্য৷

গবেষণা প্রতিষ্ঠান ডিইডাব্লিউ এর মতে, জার্মানিতে মাত্র ৬০ শতাংশ মানুষ হচ্ছেন মধ্যবিত্ত শ্রেণীর৷ তাঁদের মাসিক নেট আয় হচ্ছে ৮৬০ থেকে ১ হাজার আটশ' চুয়াল্লিশ ইউরোর মধ্যে৷ দুই হাজার সালে ৬৪ শতাংশেরও বেশি মানুষ এই শ্রেণীর ছিলেন৷ কম আয়ের মানুষদের সংখ্যাই বেশি বৃদ্ধি পেয়েছে৷ দুই হাজার সালে এঁদের সংখ্যা আঠারো শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে গত বছর দাঁড়িয়েছে প্রায় বাইশ শতাংশে৷

সমীক্ষায় বলা হয়েছে, দুই হাজার সালে নিম্ন আয়ের একটি পরিবারের হাতে বিভিন্ন খরচ বাবদ যেখানে থাকতো ৬৮০ ইউরোর ওপরে, সেখানে দুই হাজার আট সালে এই পরিমাণ কমে গিয়ে দাঁড়ায় ৬৪৫ ইউরোতে৷ ওদিকে একই সময়ে উচ্চ আয়ের গোষ্ঠীর বেতন দুই হাজার চারশ' থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় দুই হাজার সাতশ' ইউরোতে৷ ফলে ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে এবং এই ব্যবধান বেড়েই চলেছে-মত প্রকাশ করেন গবেষকরা৷

জার্মানির একটি সামাজিক সংগঠন ‘ভিডিকে' সমীক্ষার ফলাফলকে অতি আশংকাজনক বলে অভিহিত করেছে৷ তাই ধনী ও দারিদ্র্যের মধ্যে ব্যবধান হ্রাস করতে হবে৷ তিনি বলেন, ক্রমবর্ধমান এই ব্যবধান সামাজিক বিস্ফোরণ ঘটাতে পারে৷ জার্মান শ্রমিক ইউনিয়ন ডিজিভি ধনীদের ওপর সম্পত্তি কর আরোপের আহ্বান জানায়৷

প্রতিবেদন : আবদুস সাত্তার
সম্পাদনা : সঞ্জীব বর্মন