1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে প্রমীলা বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি চলছে

৩০ নভেম্বর ২০১০

ক্ষণ গণনা চলছে৷ আগামী বছরের ২৬ জুন থেকে জার্মানিতে অনুষ্ঠিত হবে প্রমীলা ফুটবলের বিশ্বকাপ প্রতিযোগিতা৷ জার্মানিতে এ নিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি৷ গতকাল সোমবার ১৬টি দেশকে ভাগ করে দেয়া হরো চারটি গ্রুপে৷

https://p.dw.com/p/QLpv
জার্মানি অপেক্ষা করে রয়েছে আগামী বিশ্বকাপের জন্যছবি: AP

২০১১ সালের বিশ্বকাপের এই আয়োজনটা জার্মান ফুটবলপ্রেমীদের জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ ব্যাপার৷ সর্বশেষ ২০০৭ সালে চীনের সাংহাই শহরে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জার্মান নারীদের দল৷ পর পর দু'বার বিশ্বসেরা হওয়ার পর এবারো তাদের লক্ষ্য বিশ্বকাপের ট্রফিটি হাতে রাখা৷ আর তাই বেশ চলছে প্রশিক্ষণ৷

WM Fussball U20 Frauenfussball
ফুটবলে জার্মানির প্রমীলাদের সাফল্য নজর কাড়ার মতোছবি: AP

সোমবার রাতে প্রায় ৬শ অতিথির উপস্থিতিতে গ্রুপ ভাগাভাগির লটারির আয়োজনটি ছিল জার্মান শহর ফ্রাঙ্কফুটের কংগ্রস সেন্টারে৷ ৪৫ মিনিট ধরে চলে এই লটারির আয়োজন৷ চারটি গ্রুপের প্রথম ‘এ' গ্রুপে আছে জার্মানি, ক্যানাডা, নাইজিরিয়া এবং ফ্রান্স৷ ‘বি' গ্রুপে আছে জাপান, নিউজিল্যান্ড, মেক্সিকো এবং ইংল্যান্ড৷ ‘সি' গ্রুপে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া, কলাম্বিয়া এবং সুইডেন৷ শেষ গ্রুপে আছে ব্রাজিল, অস্ট্রেলিয়া, নরওয়ে এবং ইকুয়াটোরিয়াল গিনি৷

Wort der Woche Pfeifkonzert Deutschland Frauen zu Fußball WM
প্রমীলা ফুটবলের প্রতি দর্শকদের আগ্রহও বেড়ে চলেছেছবি: picture-alliance/dpa

ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফার নির্বাহী কমিটির সদস্য এবং বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান ওরাওই মাকুদি বলেন, বিশ্বকাপ ফুটবলের এই আয়োজন নারীদের ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে৷ সেই অনুষ্ঠানেই জানিয়ে দেয়া হয়, বিশ্বে এখন নারী ফুটবলারদের সংখ্যা দিন দিন বাড়ছে৷ এখন সারা বিশ্বে অন্তত সোয়া তিন কোটি নারী খেলোয়াড় ফুটবল খেলছেন৷ বিভিন্ন ইসলামি দেশগুলোর রয়েছে জাতীয় নারী ফুটবল দল৷

প্রতিবেদন: সাগর সরওয়ার
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক