জার্মানির দূর্গ | পাঠক ভাবনা | DW | 13.05.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানির দূর্গ

১০টি অদ্ভুত সুন্দর দূর্গ নিয়ে সাজানো ছবিঘর দেখে আমার খুব বেশি ভালো লেগেছে৷ ‘মাথা ব্যথা' নিয়ে কার্যকর তথ্য পেয়ে উপকৃত৷ ‘স্বামী নেই, কিনে নিন' এই প্রতিবেদন বারবার ফেসবুকে আপডেট করা হচ্ছে৷ কেন নতুন কিছু নেই?

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস নিয়ে কোনো প্রতিবেদন না পেয়ে খারাপ লাগলো! এভাবেই মতামত জানিয়েছেন রাজীব কুমার মন্ডল, নাটোর থেকে৷

পরের ই-মেলটি পাঠিয়েছেন পুরনো বন্ধু মিজানুর রহমান৷ আমাদের কাছে তাঁর প্রশ্ন, ‘পাঠক ভাবনা' পাতা থেকেই বুঝতে পারছেন তো যে আপনাদের শ্রোতা সংখ্যা কত কমে গেছে? জার্মানি এত ধনী দেশ৷ তারপরও কেন তারা এই বেতার কার্যক্রম চালাতে পারছে না?

তিনি আরো লিখেছেন, টিভি প্রোগামের পাশাপাশি আবারও রেডিও অনুষ্ঠান চালু করার অনুরোধ করছি৷ আমাদের আরও অনুরোধ রইলো আগামী বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ কুইজের আয়োজন করার৷ আমার প্রিয় দল জার্মানি৷ ধন্যবাদ আপনাদের সবাইকে এবং চিঠির উত্তরের অপেক্ষায় মিজানুর রহমান, মশিপুর, শাহাজাদপুর, সিরাজগঞ্জ৷

ডয়চে ভেলে, আমাকে কি চিনতে পারছো? আমি তোমার ভক্ত বাংলাদেশের কুমিল্লা জেলার শ্রোতা সোহাগ বেপারী৷ আমি তোমায় ভুলেনি, আজও তোমার পথ চেয়ে খোলা আকাশের নীচে হৃদয়ের দরজা খুলে ডাকাতিয়া নদীর পাড়ে বসে থাকি তোমার ভালোবাসা পাবার জন্য৷ আজ দীর্ঘ ১৪ বছর তোমার মনের জমিনে ভালোবাসার বীজ বপন করে আসছি৷ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পল্লী নিবিড় গ্রাম থেকে ভালোবাসা মাখা সাদা মন দিয়ে তোমাকে ভালোবাসি৷ তুমি তো জানো না, তোমার শ্রোতারা তোমাকে কত ভালোবাসে৷ ফুল থেকে যেমন মৌমাছি মধু আহরণ করে, আমি তেমন তোমার প্রচারিত অনুষ্ঠান থেকে জ্ঞান আহরণ করে থাকি৷ প্রিয় ডয়চে ভেলে, তুমি এগিয়ে যাও সামনের দিকে৷ সকল শ্রোতার মন জয় করে তুমি হও শ্রেষ্ঠ প্রচার মাধ্যম৷ কথা দিলাম, আমি থাকবো তোমার পাশে আগামী দিনগুলোতেও চিরদিন চিরকাল যুগ যুগ ধরে৷ মো.সোহাগ বেপারী৷ গান্দাছি, বাংগড্ডা বাজার, কুমিল্লা৷

- লেখার জন্য সবাইকে ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন