1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির প্রথম সবাক ছায়াছবি ‘নীলপরী’

৭ এপ্রিল ২০১১

১৯৩০ সালের এপ্রিল মাসে জার্মান চলচ্চিত্রের ইতিহাসে সূচিত হয় এক নতুন যুগের৷ মুক্তি পায় জার্মানির প্রথম সবাক চলচ্চিত্র ‘ডের ব্লাউয়ে এঙ্গেল’৷ ইংরিজিতে ‘দ্য ব্লু এঞ্জেল’৷ বাংলায় যার অর্থ নীলপরী৷

https://p.dw.com/p/10p8f

ইশ বিন ফন কপ্ফ বিস ফুস আউফ লিবে আইনগেস্টেল্ট... ভালবাসা সবসময়েই আমার খেলা৷ আমি যা'তে তা খেলতে পারি, সেভাবেই আমাকে তৈরি করা হয়েছে৷... জার্মানির কিংবদন্তি চিত্রতারকা মার্লেনে ডিট্রিশ এর কণ্ঠে ‘ডের ব্লাউয়ে এঙ্গেল' ছায়াছবির এই গান আলোড়ন সৃষ্টি করেছিল৷ মুগ্ধ করেছিল অসংখ্য শ্রোতা ও দর্শকদের৷

বিখ্যাত জার্মান লেখক হাইনরিশ মানের উপন্যাস ‘‘প্রোফেসর উনরাট‘‘ এর উপর ভিত্তি করে ছায়াছবি ‘ডের ব্লাউয়ে এঙ্গেল'৷ মনোমোহিনী এক তরুণী গায়িকা লোলার প্রতি ভালবাসায় সর্বস্বান্ত ও বিপর্যস্ত এক স্কুল শিক্ষকের কাহিনী নিয়ে এই ছবি৷ মোহিনী লোলার ভূমিকায় অভিনয় ও গান গেয়ে বিশ্ব চিত্রামোদীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মার্লেনে ডিট্রিশ৷

Deutschland Geschichte Film Filmszene Der blaue Engel mit Marlene Dietrich Flash-Galerie
ছবি: picture alliance / dpa

এই ছবির পরিচালক ছিলেন অ্যামেরিকাবাসি অস্ট্রিয়ান ইয়োসেফ ফন স্ট্যার্নবের্গ৷ সংগীত রচনা ও পরিচালনা করেছিলেন বিখ্যাত জ্যাজ সিম্ফনি সংগীতকার ফ্রিডরিশ হলেন্ডার৷ ছবিটি একবার জার্মান ভাষায় ও একবার ইংরিজি ভাষায় নির্মিত হয়েছে প্রায় একই সময়ে৷ মার্লেনে ডিট্রিশ এই দুটি ভাষাতেই অভিনয় করেছেন ও গান গেয়েছেন৷ ১৯৩০ সালের এপ্রিল মাসে বার্লিনে জার্মান ‘ডের ব্লাউয়ে এঙ্গেল' এবং জুলাই মাসে লন্ডনে ইংরিজি ‘দ্য ব্লু এঞ্জেল' মুক্তি পায়৷

একাশি বছর পর আজও চলচ্চিত্রের ইতিহাসে এক মাইল ফলক হয়ে রয়েছে ‘ডের ব্লাউয়ে এঙ্গেল'৷ আজও চলচ্চিত্র জগতের একটি মাস্টারপিস হিসেবে বিবেচিত সংগীতে ভরপুর জার্মানির প্রথম সবাক ছায়াছবি ‘নীলপরী'৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী