1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রবীণদের মধ্যে অপরাধ প্রবণতা

ক্রিস্টিয়ান ইগনাটৎসি/আরবি২ ডিসেম্বর ২০১৩

জার্মানিতে প্রবীণদের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ আর সেই সাথে এই জনগোষ্ঠী মধ্যে বৃদ্ধি পাচ্ছে অপরাধ প্রবণতাও৷ ভবিষ্যতে পুলিশবাহিনী এক্ষেত্রে ভালোভাবে প্রস্তুতি নিতে চায়৷ সমস্যাটা কী সত্যি এত বড়?

https://p.dw.com/p/1AQz1
Zwei Senioren diskutieren am 7.6.2001 in Ahnatal-Weimar (Kreis Kassel) mit Polizeihauptkommissar Winfried Aufenanger über betrügerische Haustürgeschäfte. Mit zahlreichen Aktionen und Informationsveranstaltungen machte die hessische Polizei am landesweiten Aktionstag besonders die älteren Bürgerinnen und Bürger auf die vielfältigen Gefahren aufmerksam, die direkt an der Wohnungstür lauern. Seit Mitte März 200 treten nach Angaben des hessischen Innenministeriums verstärkt Tätergruppen auf, die unter der "Legende", sie seien Verwandte, von ihren zumeist älteren Opfern, Geldgeschenke für den angeblichen Kauf eines Computers oder eines Autos verlangen. pixel
ছবি: picture-alliance/dpa

কোটের পকেটে ঝট করে একটা জিনিস ঢুকিয়ে ফেলা৷ তারপর দোকান থেকে দাম না দিয়েই বের হয়ে যাওয়া৷ এই ধরনের চৌর্যবৃত্তি অল্পবয়সিদের মধ্যেই দেখা যায়, কিছুটা একঘেয়েমি কিছুটা সাহসের পরিচয় দেওয়ার জন্য৷

কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে

ইদানীং এই দৃশ্যপটে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে৷ এই ধরনের অপরাধ প্রবণতা প্রবীণদের মধ্যেও দেখা যাচ্ছে৷ পুলিশ ইউনিয়নের প্রধান অলিভার মার্কোভ এই প্রসঙ্গে বলেন, ‘‘সামনের বছরগুলিতে আমরা বয়োজেষ্ঠ ব্যক্তিদের মধ্যে আরো অপরাধী দেখতে পাবো৷''

ARCHIV - Im Müllbehälter sucht eine ältere Frau am 08.07.2010 in der Schillerstraße in Weimar nach Pfandflaschen. Die Online-Plattform «pfandgeben.de» bietet die Möglichkeit, das Leergut, das sich mit der Zeit in privaten Küchen ansammelt, an Flaschensammler zu spenden. Längst gehen nicht mehr nur Wohnsitzlose auf Sammeltour, auch immer mehr Hartz-IV-Empfänger und Rentner versuchen so, ein paar Euro zusätzlich zu verdienen. Foto: Martin Schutt dpa (zu dpa/lbn «Einmal Flaschensammeln, bitte» vom 28.07.2011) +++(c) dpa - Bildfunk+++
পেনশন কমে যাওয়ায় অনেকের মাস চালাতে হিমশিম খেতে হয়ছবি: picture-alliance/dpa

এই বয়সি অপরাধীদের আয়ত্তে আনতে হলে পুলিশের এখন নতুন নতুন কর্মসূচির কথা ভাবতে হবে৷ মালকোভ আরো বলেন, ‘‘প্রথমত বর্ষীয়ান অপরাধীদের সঙ্গে কীরকম আচরণ করা যায়, এ ব্যাপারে আমাদের কর্মীদের ট্রেনিং দিতে হবে৷''

তবে ডিমেনশিয়ায় আক্রান্তদের বেলায় অবস্থাটা জটিল হয়ে পড়ে৷ কারণ তাঁরা তো কোনো ভুল করছেন বলে বুঝতেই পারেন না৷ এক্ষেত্রে সমাজকর্মীদের এগিয়ে আসতে হবে৷ যেমনটি তাঁরা তরুণদের ব্যাপারে করে থাকেন৷

অনেকেই নিঃসঙ্গ

প্রবীনদের মধ্যে অনেকেই নিঃসঙ্গ, ভোগেন একাকিত্বে৷ অনেকে স্বামী বা স্ত্রীকে সেবা করতে করতে ক্লান্ত৷ ভেঙে পড়েন মানসিক দিক দিয়েও৷ হাতসাফাই করে অন্যমনস্ক থাকার চেষ্টা করেন কেউ কেউ৷

সারা জার্মানিতে ষাটোর্ধ অপরাধীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে৷ গত বছর এই বয়সিদের মধ্যে অপরাধীর সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি৷ এই তথ্য জানিয়েছে ফেডারেল অপরাধ দপ্তর৷ এর মধ্যে অনেকেরই প্রথম অপরাধকর্ম এটি৷ ষাটোর্ধ অপরাধীদের প্রতি ১০ জনে একজন চুরি করার সময় ধরা পড়েন৷

পেনশন কমে যাওয়ায় অনেকের মাস চালাতে হিমশিম খেতে হয়৷ তাই দোকানে গিয়ে দ্রুত কিছু ব্যাগে ঢুকিয়ে ফেলেন কেউ কেউ, জানান মালকোভ৷

বয়স্কদের মধ্যে আরেক ধরনের অপরাধ লক্ষ্য করা যায়, আর তা হলো অসতর্কভাবে আগুন জ্বালিয়ে দেওয়া৷ জ্বালানো চুলা কিংবা ইলেকট্রিক কম্বল থেকে সারা বাড়িতেই আগুন জ্বলে উঠতে পারে৷ ক্ষতি হতে পারে অন্যান্যদেরও৷ অবশ্য ভুল বশতই সাধারণত ঘটে থাকে এটা৷ প্রতি চারটি ‘অপরাধকর্মে' অন্তত একটি এই ধরনের ঘটনা৷

আইনকে খাপ খাইয়ে চলতে হবে

বিশেষজ্ঞরা মনে করেন, আইনকে সমাজের পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হবে৷ প্রবীণদের রক্ষা করাই হবে আইনের কাজ শাস্তি দেওয়া নয়৷ অনেক সময় প্রতারণার শিকার বৃদ্ধরা আত্মহত্যাও করে থাকেন৷ এইসব প্রতারককে কঠিন শাস্তি দেওয়া উচিত৷

গ্রাইফসভাল্ড ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানী ফ্রিডার ড্যুংকেল এই প্রসঙ্গে বলেন, ‘‘বিষয়টি নিয়ে বিতর্কের সময় আসেনি এখনও৷ জার্মানিব্যাপী প্রবীণদের মধ্যে এখন পর্যন্ত অপরাধ প্রবণতা সবেচেয়ে কম৷'' যে সব অপরাধ তারা করে থাকেন, তাও খুব মারাত্মক নয়৷ সহিংস ঘটনা খুব কমই প্রবীনদের দ্বারা ঘটে থাকে৷ এক সময় ব্যাংক ডাকাতির মতো কিছু ঘটনা প্রবীণদের দ্বারা ঘটেছে, একথা শোনা গেলেও তা কিন্তু ব্যতিক্রমী ব্যাপার৷ সবখানেই কলঙ্কজনক দুই একজন থাকে৷ একারণে গোটা গোষ্ঠীকে দোষারোপ করা যায় না৷

Georg Maronna (75, vorn) und Dieter Erftenmeier (72) nehmen am Dienstag (13.01.2009) in Büren an einem Spazierstock-Verteidigungskurs teil. Das Programm soll in Zukunft bundesweit für Menschen ab 50 Jahren angeboten werden, um dem steigenden Sicherheitsbedürfnis von Senioren nachzukommen. Foto: Bernd Thissen dpa/lnw (zu dpa-Korr "Selbstverteidigung mit dem Spazierstock - Kurse für Senioren" vom 14.01.2009) +++(c) dpa - Bildfunk+++ pixel
প্রবীণদের রক্ষা করাই হবে আইনের কাজ, শাস্তি দেওয়া নয়ছবি: picture-alliance/dpa

এই অপরাধবিজ্ঞানীর ভাষায়, ‘‘এজন্য পুলিশদের বিশেষ ধরনের ট্রেনিং-এর প্রয়োজন আছে বলে আমি মনে করি না৷ তবে তাদের সামাজিক সমস্যাগুলি মোকাবেলা করা শিখতে হবে এবং কোনো অপরাধ ধরা পড়লে প্রবীণদের সবার সামনে লজ্জা দেওয়া থেকে বিরত থাকতে হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য