1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইওসি’র প্রেসিডেন্ট পদপ্রার্থী

১৩ মে ২০১৩

‘জার্মান অলিম্পিক ক্রীড়া আন্দোলন’ ডিএসওবি’র প্রধান টোমাস বাখ তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হবেন বলে ঘোষণা করেছেন৷ জাক রগে আগামী সেপ্টেম্বরে ঐ পদ থেকে বিদায় নেবেন৷

https://p.dw.com/p/18WAA
ছবি: picture-alliance/dpa

৫৯ বছর বয়সি টোমাস বাখ ১৯৭৬ সালে অলিম্পিক ফেন্সিং-এ স্বর্ণপদক জয় করেন টিম ফয়েল ইভেন্টে৷ রগের উত্তরসুরি পদে তিনিই প্রথম নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেন৷ প্রার্থী হিসেবে আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ হল ১০ই জুন৷ নির্বাচন হবে ১০ই সেপ্টেম্বর, বুয়েনস আইরেস-এ, আইওসির বৈঠকে৷

বাখ পেশায় আইনজীবী৷ ১৯৯৬ সাল যাবৎ আইওসির এক্সিকিউটিভ বোর্ডে রয়েছেন৷ তিনি আইওসির জুরিডিকাল কমিশন বা আইন পরিষদের চেয়ারম্যান৷ নির্বাচনী প্রচারণায় তাঁর স্লোগান হবে অলিম্পিক আন্দোলনে ‘‘ঐক্য ও বৈচিত্র্য''৷ ১৯৮০ সালে আরো একজন জার্মান আইওসির প্রেসিডেন্ট হবার প্রচেষ্টা করেছিলেন: উইলি ডাউমে৷ তবে তিনি সফল হতে পারেননি৷

বাখকেও এবার কড়া প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে, বলে পর্যবেক্ষকরা মনে করছেন৷ প্রতিযোগীদের মধ্যে সম্ভবত থাকবেন সিংগাপুরের ইং সের মিয়াং, যিনি বর্তমানে আইওসির ভাইস প্রেসিডেন্ট; পুয়ের্তো রিকোর রিচার্ড ক্যারিয়ন, যিনি আইওসির ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান; অন্যান্যদের মধ্যে ইউক্রেনের প্রাক্তন পোল ভল্ট তারকা সের্গেই বুবকার নাম শোনা যাচ্ছে৷

বাখ ফ্রাংকফুর্টে তাঁর প্রার্থিতা ঘোষণা করেন৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ও তাঁর সাফল্য কামনা করেছেন৷

এসি/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য