1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি থেকে মাংস আমদানি স্থগিত করল দক্ষিণ কোরিয়া

৮ জানুয়ারি ২০১১

ডাইঅক্সিন দূষণ আতঙ্ক ক্রমশই বাড়ছে৷ গত ডিসেম্বরে জার্মানিতে ডিমে মাত্রাতিরিক্ত ডাইঅক্সিন দূষণ ধরা পড়ে৷ শনিবার এই আতঙ্কে জার্মানি থেকে মাংস আমদানি স্থগিত করেছে দক্ষিণ কোরিয়া৷ জার্মানরা কিন্তু ডিম খাওয়া পুরোপুরি ছাড়েনি৷

https://p.dw.com/p/zvBu
ডাইঅক্সিন আতঙ্কছবি: picture-alliance/dpa

ডাইঅক্সিন কেলেঙ্কারি

ডাইঅক্সিন দূষণ আতঙ্কে জার্মানি থেকে শূকর এবং হাঁস-মুরগির মাংস আমদানি আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া৷ শনিবার ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে এই তথ্য৷ ইইউ'র স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র ফ্রেডরিক ভিনসেন্ট বলেন, আমাদের জানামতে এই প্রথম কোন দেশ ডাইঅক্সিন দূষণ জনিত কারণে মাংস আমদানি স্থগিত করলো৷ তবে, দক্ষিণ কোরিয়ার এই সিদ্ধান্তকে অসামঞ্জস্যপূর্ণ হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এদিকে, রাশিয়াও জার্মানি থেকে মাংস আমদানির ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে৷ তবে আমদানি স্থগিতের কোন সিদ্ধান্ত এখনো নেয়নি রাশিয়া৷

যে কারণে আতঙ্ক

মাত্রাতিরিক্ত ডাইঅক্সিন মানুষের শরীরে নানাবিধ রোগ, এমনকি ক্যান্সারের কারণও হতে পারে৷ তাই এই নিয়ে আতঙ্ক ক্রমশ বাড়ছে৷ এখন পর্যন্ত যা খবর, তাতে আগাম হুঁশিয়ারি হিসেবে জার্মানির ৪,৭০৯টি খামার বন্ধ করে দিয়েছে সরকার৷ লাখখানেক ডিমও ধ্বংস করা হয়েছে৷

Skandal um Dioxin in Deutschland Flash-Galerie
আগাম হুঁশিয়ারি হিসেবে জার্মানির ৪,৭০৯টি খামার বন্ধ করে দিয়েছে সরকারছবি: dapd

হার্লস অ্যান্ড ইয়েন্ৎস

জার্মানির সিল্সভিগ-হল্সটাইন রাজ্যে অবস্থিত সংস্থা হার্লস অ্যান্ড ইয়েন্ৎস গবাদি পশুর খাদ্য উৎপাদনকারী একাধিক প্রতিষ্ঠানের কাছে কয়েক হাজার টন দূষিত ফ্যাটি অ্যাসিড সরবরাহ করেছিল৷ এই ফ্যাট আসলে প্রাণীখাদ্যে ব্যবহারের উপযোগী ছিলনা৷ বরং এগুলো ছিল শিল্পখাত ব্যবহারের উপযোগী৷ গত মার্চে এই বিষয়টি জানার পরও কোন পদক্ষেপ নেয়নি হার্লস অ্যান্ড ইয়েন্ৎস৷ ডাইঅক্সিন কেলেঙ্কারির শুরু সেখান থেকেই৷

ডিম খাওয়া থামেনি

ডাইঅক্সিন দূষণের আশঙ্কায় বর্তমানে প্রতি পাঁচজন জার্মানের মধ্যে একজন ডিম খাওয়া থেকে বিরত রয়েছেন৷ শনিবার প্রকাশিত এক জরিপের ফলাফল বলছে এই কথা৷ এমনিড নামক একটি সংস্থার এই জরিপে দেখা যাচ্ছে, ৭৮ শতাংশ জার্মানের খাদ্য তালিকায় এখনো ডিম রয়েছে৷ পাঁচ শতাধিক মানুষ এই জরিপে অংশ নেয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য