1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান অধিনায়কত্ব নিয়ে বিতর্কে লাম ও বালাক

১৫ জুলাই ২০১০

জার্মান অধিনায়ক মিশায়েল বালাকের ইনজুরির কারণে বিশ্বকাপে হাল ধরেছিলেন ফিলিপ লাম৷ ফলে জাতীয় দলের নেতৃত্বে থাকার স্বাদ জিভে লেগেছে দুই তারকারই৷ বিশ্বকাপ থেকে দেশে ফিরে এখন বিতর্ক, কে থাকবেন অধিনায়ক - লাম নাকি বালাক?

https://p.dw.com/p/OJNB
Germany, Michael, Ballack, Leverkusen, বালাক, লেভারকুজেন, জার্মানি, ফুটবল
বায়ার লেভারকুজেনের পক্ষে নিজের জার্সি হাতে বালাক, পাশে রুডি ফোয়েলারছবি: AP

দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ লড়ে জার্মান দলের অর্জন তৃতীয় সেরা দলের মর্যাদা৷ ফলে ভগ্নহৃদয়ে দিন পার করছে তরুণ জার্মান দল এবং গোটা জার্মান জাতিই৷ এদিকে, বালাকের ইনজুরির কারণে দায়িত্ব পাওয়া অধিনায়ক লামের জিভে বেশ ভালোই ঠেকেছে ক্ষমতার স্বাদ৷ গত সপ্তাহেই লাম বলে বসেন, ‘‘স্বেচ্ছায় খুলছি না এই হলুদ ফিতা৷'' কিন্তু লামের এই অভিলাষ উড়িয়ে দিলেন বালাক৷ লামের মন্তব্যকে আখ্যা দিলেন, ‘অসময়ের' বলে৷ যোগ করলেন, ‘‘পরিস্থিতি খুব পরিষ্কার৷ আমার ইনজুরি ছিল, কিন্তু এখনও আমিই অধিনায়ক৷''

জাতীয় দলে যখন লামের সাথে দেখা হবে, তখন এ বিষয়ে তাঁর সাথে কথা হবে, এমনটিও বললেন বালাক৷ বুধবার বায়ার লেভারকুজেনের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজেকে উপস্থাপনের সময় এসব মন্তব্য করেন বালাক৷ তিনি আরো বলেন, ‘‘এটা কোন ইস্যুই নয়৷ আমিই অধিনায়ক৷ একজন খেলোয়াড় বলতে পারে না যে সে কোথায় খেলবে৷ আর অধিনায়কত্বের ক্ষেত্রেও বিষয়টা সেরকমই৷ এটার প্রতি সবার শ্রদ্ধা থাকা উচিত৷''

৩৩ বছর বয়সি বালাক ইউরো ২০১২ পর্যন্ত অধিনায়কত্বে থাকার ঘোষণা দেন৷ এদিকে, জার্মানির বাভারিয়ায় বুধবারই বিয়ের অনুষ্ঠান হলো ২৬ বছর বয়সি লামের৷ তাই শুভক্ষণে লামকে অভিনন্দন জানালেন বালাক৷ করলেন আশীর্বাদ৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়