1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান অর্থনীতির উন্নতি

২১ আগস্ট ২০১৩

একাধিক সূচক অনুযায়ী ইউরো এলাকার সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে, যদিও বিপদ সংকেত এখনো কাটেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ জার্মানির স্থায়ী প্রবৃদ্ধির পূর্বাভাষ অবশ্য গোটা ইউরোপের জন্য সুখবর বয়ে আনছে৷

https://p.dw.com/p/19Sr4
ছবি: picture-alliance/dpa

ইউরো এলাকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি জার্মানি সম্পর্কে আরও ইতিবাচক পূর্বাভাষ দিয়েছে জার্মান কেন্দ্রীয় ব্যাংক৷ তাদের মতে, বছরের দ্বিতীয়ার্ধেও জার্মানির প্রবৃদ্ধি অব্যাহত থাকবে৷ ফলে সার্বিকভাবে ইউরো এলাকাও উপকৃত হবে৷ তবে জার্মানির এই সাফল্যের চাবিকাঠি ইউরোপের বাইরের বাজারগুলির উন্নতির কারণে ঘটছে৷ যতদিন না প্রতিবেশী দেশগুলির উন্নতি হবে, ততদিন জার্মানিতে বিনিয়োগের মাত্রা বাড়বে না৷ তাছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যেভাবে সুদের হার রেকর্ড কম মাত্রায় রেখেছে, তার ফলেও ইউরো এলাকার অর্থনীতির উপকার হচ্ছে বলে মন্তব্য করেছে জার্মানির বুন্ডেসবাংক৷

ইউরো এলাকার নানা সূচকও সেই ইঙ্গিতই দিচ্ছে৷ যেমন ডলারের তুলনায় ইউরোর বিনিময় মূল্য স্থিতিশীল হয়েছে৷ ইউরোপে মূল্যস্ফীতির হারও কমে চলেছে৷ বন্ড বাজারেও আশার আলো দেখা যাচ্ছে৷ ঋণ সংকটের ফলে বন্ড বাজারে যে বিঘ্ন ঘটেছিল, ধীরে ধীরে তা কেটে যাচ্ছে৷ জার্মানি ও সংকটগ্রস্ত দেশগুলির মধ্যে ব্যবধানও কমে চলেছে৷

#43611454 - Europa © Creatix
ছবি: Fotolia/Creatix

এত ইতিবাচক ইঙ্গিত সত্ত্বেও ইউরো সংকট শেষ হতে চলেছে, এমনটা বলার সময় এখনো আসেনি বলে মনে করছেন পর্যবেক্ষকেরা৷ তাঁদের মতে, এতটা আশাবাদী হবার সময় এখনো হয়ত আসেনি৷ কারণ সংকটগ্রস্ত দেশগুলি এখনো পুরোপুরি নিজেদের পায়ে দাঁড়াতে পারছে না৷ এতকাল বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি ব্যয় বা স্টিমুলাস কিছুটা সাহায্য করছিল৷ বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তার স্টিমুলাস কর্মসূচি বন্ধ করতে পারে, এমন আশঙ্কা দেখা যাচ্ছে৷

শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপেও এমন সহায়তা এবার কমে যাবে বলে ধারণা করা হচ্ছে৷ সে ক্ষেত্রে অর্থের জোগানের জন্য খোলা বাজারের উপর নির্ভর করতে হবে৷ অথবা টান পড়বে বন্ড বাজারে৷ তখন সরকারি বন্ডের দরও বদলে যেতে পারে৷ সেই অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকগুলির পক্ষে সুদের হার কমিয়ে রাখা কঠিন হতে পারে৷ এমন পরিস্থিতি সম্পর্কে আগাম ধারণা করাও সহজ নয়৷ ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে৷

এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য