1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ইসলামপন্থি আবিষ্কার!

৪ ডিসেম্বর ২০১৬

কেউ বুঝতে পারেনি, অথচ জার্মানির অভ্যন্তরীণ গুপ্তচর বিভাগের এক কর্মী উগ্র ইসলামপন্থি ধ্যানধারণার প্রভাবে পড়েছেন৷ স্পেনে জন্ম, বর্তমানে জার্মান নাগরিক ঐ কর্মী একটি ইসলামিস্ট চ্যাট সাইটে গোপন তথ্য শেয়ার করেছে, বলে প্রকাশ৷

https://p.dw.com/p/2TaLr
বুন্ডেসআম্ট ফ্যুর ফেরফাসুংসশুটৎস
ছবি: dapd

জার্মানে বলে ‘বুন্ডেসআম্ট ফ্যুর ফেরফাসুংসশুটৎস’, অর্থাৎ সংবিধানের সুরক্ষার জন্য ফেডারাল কার্যালয়, সংক্ষেপে বিএফভি৷ গত বুধবার বিএফএ নিশ্চিত করে যে, ৫১ বছর বয়সের কর্মীটি ‘‘সকলের অজান্তে নিজেকে উগ্রপন্থি মনোভাবে দীক্ষিত করেছে''৷ সংশ্লিষ্ট ব্যক্তিকে ইতিপূর্বেই গুপ্তচরবৃত্তি ও ইসলামপন্থি সন্ত্রাসের পরিকল্পনার সন্দেহে গ্রেপ্তার করা হয়৷

‘‘স্পষ্টতই আমরা যে ঘটনাটি বিবেচনা করছি, তা-তে এক ব্যক্তি সবার অজান্তে তার ব্যক্তিগত পরিবেশে  উগ্রপন্থি মনোভাবের সংস্পর্শে এসেছে'', জার্মান ডিপিএ সংবাদ সংস্থাকে বলেছেন বিএফভি-র প্রধান হান্স-গেয়র্গ মাসেন৷ ইতিপূর্বে জার্মান সংবাদ সাপ্তাহিক ‘ডেয়ার স্পিগেল' জানায় যে, সংশ্লিষ্ট ব্যক্তির নিজের পরিবারের মানুষজনেও জানতেন না যে, সে ২০১৮ সালে ইসলমাধর্ম অবলম্বন করেছে৷

সংশ্লিষ্ট ব্যক্তিকে জার্মানির ড্যুসেলডর্ফ শহরে গ্রেপ্তার করা হয়৷ দৃশ্যত সে একটি উগ্রপন্থি চ্যাট সাইটে আরেকজন ব্যবহারকারীর কাছে গোপন তথ্য প্রকাশ করেছিল৷ এছাড়া সে নাকি উগ্রপন্থিদের উপর পুলিশি অভিযানের সময় ও অন্যান্য খুঁটিনাটি সংগ্রহ করছিল৷

বিএফভি মাত্র গত এপ্রিল মাসে এই সাবেক ব্যাংককর্মীকে নিয়োগ করে৷ জার্মানিতে ক্রমবর্ধমান সালাফি মতাদর্শীদের উপর নজর রাখার জন্য অভ্যন্তরীণ গুপ্তচর বিভাগে যে নতুন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তা-তেই নিয়োগ করা হয় তাকে৷ জার্মান দৈনিক ‘ডি ভেল্ট'-এর খবর অনুযায়ী, লোকটি নাকি বড়াই করেছে যে, তার নিজের অফিসের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা আছে তার – যদিও সে এ বিষয়ে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি, বলে কর্তৃপক্ষের ধারণা৷

সন্দেহভাজন ব্যক্তি দৃশ্যত অনলাইনে লিখেছিল যে, ‘‘অবিশ্বাসীদের'' উপর এ ধরনের আক্রমণ হবে ‘‘আল্লাহর জন্য''৷ চার সন্তানের জনক ব্যক্তিটিকে চার সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করার পর তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ও সেই পরোয়ানার বলে গ্রেপ্তার করা হয়৷

‘‘সব গুপ্তচর বিভাগের মতো (বিএফভি-ও) বিদেশি গুপ্তচর বিভাগ, চরমপন্থি ও সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের লক্ষ্য৷ যে কারণে আমাদের মতো একটি নিরাপত্তা প্রতিষ্ঠানকে অনুপ্রবেশকারীদের ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকতে হয়'', বলেছেন বিএফভি প্রধান মাসেন৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য