1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান পত্রপত্রিকায় দক্ষিণ এশিয়া

২৩ মে ২০১০

ভারতের জোট সরকারের সাফল্য-ব্যর্থতা, আম্বানি ভাইদের প্রতিদ্বন্দ্বিতা এবং টাইমস স্কোয়্যারে ব্যর্থ বোমা হামলার পেছনে পাকিস্তানি তালেবানের হাত – জার্মান পত্রপত্রিকায় এই বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে৷

https://p.dw.com/p/NVBo
জার্মান পত্রপত্রিকাছবি: picture-alliance/ dpa

ভারতে শাসক ইউপিএ জোটের এক বছর পূর্তি উপলক্ষে জার্মানির সমাজতন্ত্রী দৈনিক ‘নয়েস ডয়েচলান্ড' লিখছে, আলো-আঁধারি মিলিয়ে আছে৷ দৃষ্টিকোণ অনুযায়ী মনে হবে ইতিবাচক কিংবা নেতিবাচক৷ সাধারণ মানুষ এবং দরিদ্রদের জন্য বিগত সাত মাসে খাদ্যপণ্যের এবং পেট্রোল কি কেরোসিনের দাম বাড়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর৷ অভাবী মানুষদের পক্ষে আলু, ডাল, সবজি, ফলমূল ইত্যাদি কেনা প্রায় অসম্ভব হয়ে উঠেছে৷ ধনী-দরিদ্রের ব্যবধান আরো বেড়েছে৷ এবং প্রধানমন্ত্রী যে ‘‘অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি''-র প্রতিশ্রুতি দিয়েছেন, যা থেকে নাকি অবহেলিতদেরও কিছু পাওয়ার কথা, তার আপাতত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷

তবে বণিক-সংঘ এ্যাসোচ্যাম'এর দৃষ্টিতে চিত্রটি অনেক বেশী আশাজনক, জানাচ্ছে ‘নয়েস ডয়েচলান্ড'৷ ৫০০ শিল্পপতির একটি জনমত সমীক্ষায় তাঁদের অধিকাংশ ইউপিএ'র খোলাবাজারি সংস্কার নীতিকে দশের মধ্যে সাত নম্বর দিয়েছেন৷ বিশেষ করে বিনিয়োগকারীদের জন্য সুরক্ষা, সাধারণভাবে আর্থিক এবং মুদ্রা সংক্রান্ত নীতি এবং সব মিলিয়ে ২০১০-১১ সালের বাজেটকে প্রশংসা করেছেন তাঁরা৷

Logo: Neue Züricher Zeitung, NZZ
নয়ে স্যুরশার সাইটুং

গ্যাসের দাম নিয়ে আম্বানি ভ্রাতৃদ্বয়ের গৃহযুদ্ধে রায় দিয়েছে সুপ্রীম কোর্ট৷ সরকারই এ'বিষয়ে শেষ কথা বলবে, এই হল কোর্টের রায়৷ এই রায়ের কিছু অপ্রীতিকর ফলশ্রুতি হতে পারে বলে ‘নয়ে স্যুরশার সাইটুং'-এর ধারণা৷ পত্রিকাটি মন্তব্য করেছে, জ্বালানি বিশেষজ্ঞরা এই রায়ের ব্যাপারে খুব সুখী নন৷ প্রাকৃতিক গ্যাস বাজারের দামে বিক্রি হওয়া উচিৎ, সরকারের নির্দিষ্ট দামে নয়, বলে তাঁদের অভিমত৷ আদালতের এই রায় বিদেশী কোম্পানিগুলিকে ভারতের কেরোসিন এবং গ্যাস খাতে বিনিয়োগ থেকে বিরত করবে৷

নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারে ব্যর্থ বোমা আক্রমণের নায়ক ফয়জাল শাহজাদ'কে অর্থ প্রদানের দায়ে যুক্তরাষ্ট্রে তিনজন পাকিস্তানি গ্রেপ্তার হওয়ার ব্যাপারে ‘ফ্রাংকফুর্টার আলগেমাইনে সাইটুং' লিখছে, আইনমন্ত্রী হোল্ডার'ও এই ধারণা পোষণ করেন যে, ব্যর্থ বোমা আক্রমণের পিছনে পাকিস্তানি তালেবানের হাত রয়েছে৷ প্রেসিডেন্ট ওবামা'র স্বদেশ নিরাপত্তা এবং সন্ত্রাস প্রতিরোধ উপদেষ্টা জন ব্রেনান'ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান'এর সঙ্গে শাহজাদের সংযোগ দেখেন৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: সঞ্জীব বর্মন