1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান বিনিয়োগকারীদের জন্য ইকোনোমিক জোন

২৫ নভেম্বর ২০১০

জার্মান বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হচ্ছে বাংলাদেশে৷ তারা বিদ্যুৎ, জ্বালানি, নবায়নযযোগ্য জ্বালানি, অবকাঠামো এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগে আগ্রহী ৷

https://p.dw.com/p/QI1q
বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং জার্মানির পররাষ্ট্র দফতরের স্টেট সেক্রেটারি মার্টিন বিজেলছবি: DW

জার্মান পররাষ্ট্র দফতরের স্টেট সেক্রেটারি মার্টিন বিজেল বাণিজ্যমন্ত্রী কর্নেল(অব.) ফারুক খান এবং পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে বৈঠক করেছেন৷ পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর তাঁরা বৃহস্পতিবার এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন৷ সেখানে মার্টিন বিজেল বলেন, বাংলাদেশের বিদ্যুত, জ্বালানি, নবায়নযযোগ্য জ্বালানী, অবকাঠামো এবং জাহাজ নির্মাণ শিল্পে বিনয়োগে আগ্রহী জার্মান বিনিয়োগকারীরা৷ এজন্য তাঁর সফরসঙ্গী হিসেবে ৮ জন জার্মান বিনিয়োগকারীও রয়েছেন৷

মার্টিন বিজেল জানান, এই প্রথম বারের মত বাংলাদেশ থেকে জার্মানি ২টি সমুদ্রগামী জাহাজ নিচ্ছে৷ যা বাংলাদেশের ভারী শিল্পে অগ্রগতির প্রমাণ ৷

তিনি আরও বলেন, জার্মানির সঙ্গে বাণিজ্যে বাংলাদেশের উদ্বৃত্ত রয়েছে৷ আর বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ভাল হচ্ছে বলেও তাঁকে জানানো হয়েছে৷ বাংলাদেশে জার্মান বিনিয়োগকারীদের জন্য বিশেষ ইকোনোমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল তৈরি হবে - যা জার্মান বিনিয়োগকারীদের উৎসাহিত করবে বলে তিনি মনে করেন৷

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস বলেন, জার্মানীর জন্য বিশেষ ইকোনোমিক জোন তৈরির উদ্যোগই প্রমাণ করে যে, অনেক জার্মান বিনিয়োগ এখন পাইপলাইনে আছে৷ তিনি জানান, শুধু ব্যবসা-বাণিজ্য নয় বাংলাদেশ ও জার্মানি যৌথভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী উদযাপন করতে চায়৷

মার্টিন বিজেল পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন নিয়েও কথা বলেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক