জার্মান রূপকথা | পাঠক ভাবনা | DW | 05.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মান রূপকথা

ভারতে জার্মান ভাষা শেখার উৎসাহ নিয়ে পরিবেশিত এই প্রজন্ম ভীষণ ভীষণ ভালো লাগলো৷ জার্মানি সম্পর্কে ভারতীয়দের সম্ভ্রম জাগানোর আগ্রহ জার্মান ভাষা শেখার উৎসাহ যোগাচ্ছে৷

ব্যক্তিগতভাবে আমি প্রাণিত হই জার্মানদের রূপকথা পড়ে৷ পরবর্তীকালে গ্যোয়েটে, ম্যাক্স ম্যুলার, গুন্টার গ্রাসকে জানার ব্যাপারে আগ্রহী করে তুলেছে৷ ডা. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ৷

আমি যখন শুনেছিলাম যে রেডিও ডয়চে ভেলে বাংলা শর্টওয়েভে সম্প্রচার বন্ধ করছে তখন আমি খুবই দুঃখিত হয়েছিলাম আর ভেবেছিলাম যে আর হয় তো রেডিও তে আপনাদের কন্ঠস্বর শুনতে পাবো না৷ বর্তমানে আমি ইন্টারনেটের মাধ্যমেই আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনে যাচ্ছি তবে ২০১১ সালের প্রথম দিনটাতে একটি চমত্কার ঘটনা ঘটল৷ ১ জানুয়ারি রাতে কি মনে করে জানি ভাবলাম মিডিয়াম ওয়েভে দেখি তো বাংলা অনুষ্ঠান শোনা যায় কি না ? রেডিওর নব ঘোরাতে ঘোরাতে হঠাৎ শুনি আপনাদের অনুষ্ঠান মোটামোটি শোনা যাচ্ছে৷ আমি অবাক আর আনন্দিত তো বটেই অনেক দিন পর বন্ধু ডয়চে ভেলেকে পেয়ে৷ তবে মিডিয়াম ওয়েভের শ্রবণমান খুব একটা ভালো নয়, খুব বেশি নয়েজ আর অত্যধিক ফেডিং এর জন্য খুব একটা বেশি ভালো শোনা যায়নি৷ আমার অনুরোধ, প্রচার মানের যদি উন্নতি ঘটানো যায় তবে অনেক শর্টওয়েভ শ্রোতা আবার ডয়চে ভেলের সাথে সংযুক্ত হতে পারবেন৷ পৃথ্বীরাজ পুরকায়স্থ , পোথার, জড়হাট, আসাম, ভারত৷

বন্ধুরা, আমাদের শুভেচ্ছা জানবেন৷ আশাকরি আপনারা জার্মানির কঠিন শীতের মাঝে ভাল আছেন৷ আমরাও ক্লাবের সবাই খুব ভাল আছি৷ আজ ৩ ডিসেম্বর সকালে এফএম ৯৭.৬ মেগাহার্তস-এ, বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, পাকিস্তান পরিস্থিতি নিয়ে রিপোর্ট, জার্মানিতে একটি বেস্ট সেলার বই সম্পর্কে, শিল্পী ফেরদৌসি রহমানের কণ্ঠে ‘প্রিয়তম তুমি আমার জীবন’ আধুনিক গানটি এবং ফিচার পর্ব ক্যাম্পাসে জার্মানির ফ্রি ইউনিভার্সিটি বার্লিনে পড়াশোনা নিয়ে প্রতিবেদন শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ সুন্দর তরতাজা রিপোর্ট ও চমত্কার তথ্যবহুল ফিচারের জন্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷