1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ের বিপক্ষে বাংলাদেশের অধিনায়ক সাকিব

২৮ নভেম্বর ২০১০

জিম্বাবোয়ের বিপক্ষে একদিনের ম্যাচের হোম সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব থাকছেন সাকিব আল হাসান৷ নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার এই সিদ্ধান্ত নিয়েছে৷

https://p.dw.com/p/QKIY
Bangladesh, cricket, captain Shakib, Al Hasan, Test National Stadium, বাংলাদেশ, তারকা, অলরাউন্ডার, সাকিব, আল হাসান
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানছবি: AP

ঢাকায় নেমেই জিম্বাবোয়ের সহ-অধিনায়কের মন্তব্য ছিল, না এমনি ঘুরে ফিরে গায়ে বাতাস লাগাতে এবারের সফর নয়৷ এ সিরিজের একমাত্র উদ্দ্যেশ্য জয়৷ কিন্তু বাংলাদেশ দল কী করবে? উত্তর দিয়েছেন অধিনায়ক সাকিব৷ বলেছেন, ম্যাচ বাই ম্যাচ খেলব আমরা৷ আগামী ১ ডিসেম্বর জিম্বাবোয়ের বিপক্ষে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ৷ এই সিরিজকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত স্বাগতিক বাংলাদেশ৷ গতকাল শনিবার তারা নেমেছিল মাঠে৷ আজ রবিবারও৷ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই অনুশীলন করাচ্ছেন তিন কোচ৷

বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান৷ অনুশীলনের এক ফাঁকে তিনি জিম্বাবোয়ের বিপক্ষে বিশেষ কোন পরিকল্পনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বললেন,'আপাতত আমাদের বিশেষ কোন পরিকল্পনা নেই৷ ম্যাচ বাই ম্যাচ খেলব৷'

প্রতিপক্ষ সাকিবকে নিয়েই বেশি ভাবছে, এজন্য বাড়তি কোন চাপ অনুভব করছেন কিনা প্রশ্নের জবাবে বিশ্বসেরা এই অলরাউন্ডার, 'এটা আমি আপনাদের মাধ্যমে জানলাম৷ কারো কথায় মাঠের খেলা হয় না৷ এতে করে আমার মধ্যে কোন পরিবর্তন আসবে না৷ আমি মাঠে যে কাজগুলো সব সময় করে থাকি সে কাজগুলোই করব৷ বেশি কিছু পাবার চেষ্টাও করব না আবার কম হলেও চলবে না৷' তিনি জানালেন, 'কথায় মাঠে কোন দিন ফল আসে না, মাঠে খেলতে হয়৷ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে আমাদের ব্যাটিং ভাল হয়নি৷ আশা করছি সেই সিরিজে যারা রান পায়নি আসন্ন সিরিজে তারা রান পাবেন৷ গত সিরিজে আমরা যেমন ভাল খেলেছি তেমনি জিম্বাবোয়েও দক্ষিণ আফ্রিকায় ভাল খেলেছে৷ তাই আমি মনে করি না ওরা কোন দিক থেকেই দুর্বল৷ লড়াই হবে এতটুকু বলতে পারি৷'

নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলার পর এখন প্রত্যাশা অনেক৷ বাংলাদেশের সমর্থকরা চান তাদের দল আরও ভালো করুক৷ অনেকে তো জ্যোতিষীর মতো বলেই দিচ্ছেন, টাইগাররা জিম্বাবুয়েকে সহজে হারাবে৷ কিন্তু এই কথাটি এভাবে বলছেন না সাকিব আল হাসান৷ তাঁর মতে, আসলে আমাদের মূল কাজটাই হলো নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে যাওয়া৷ আমরা যদি মূল কাজটা করতে পারি, যেটা কোচও চাইছেন, তাহলে ফল অবশ্যই আসবে৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য