1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩-১ ব্যবধানে বাংলাদেশের সিরিজ জয়

১২ ডিসেম্বর ২০১০

স্বদেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেট আসরের আগে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে বাংলাদেশ৷ গত অক্টোবরে নিউজিল্যান্ডকে পরাজিত করার পর একদিনের সিরিজে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়৷

https://p.dw.com/p/QWNB
জিম্বাবোয়ে, বাংলাদেশ, ক্রিকেট, সিরিজ, জয়, bangladesh, cricket, zimbabwe
ছবি: AP

রবিবার চট্টগ্রামে জিম্বাবোয়েকে ৬ উইকেটে হারিয়ে মাইক্রোম্যাক্স একদিনের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ৷ পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা৷ চতুর্থ ম্যাচটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়৷ পঞ্চম ও শেষ খেলায় তামিম ইকবালের ব্যাটিং জয় এনে দেয় বাংলাদেশকে৷

চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে৷ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে রান তোলে ১৮৮৷ টাইগারদের কড়া ফিল্ডিংয়ের সামনে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা৷ শুরুতেই জিম্বাবোয়েকে শক্ত করে চেপে ধরেন পেসার মাশরাফি মর্তুজা৷ ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে ছয় রানে এবং ডাবেঙ্গাকে নয় রানেই মাঠ থেকে ফেরত পাঠান তিনি৷ সর্বোচ্চ ৬৪ রান তুলে সাকিব আল হাসানের বলে ধরা পড়েন টাটেন্ডা টায়বু৷ একদিনের ম্যাচে এটি তাঁর ১৬তম অর্ধ-শতক৷ ১০৪ বলে একটি ছয় এবং একটি চার মারেন টায়বু৷ ক্রেইগ এরভিনও ধরা পড়েন বাঁ-হাতি স্পিনার সাকিবের বলে৷ তাঁর সংগ্রহ ৪৬ রান৷ সাকিবের তৃতীয় শিকার এল্টন চিগুম্বুরা৷ ১০ ওভারে ৫৮ রান দিয়ে তিনটি উইকেট পান সাকিব৷

জয়ের লক্ষ্য ১৮৯ রানে পৌঁছে যায় বাংলাদেশ ৪ উইকেটে৷ তখনো হাতে ছিল ৪২ বল৷ অল্পের জন্য একদিনের ক্রিকেটে চতুর্থ শতক থেকে বঞ্চিত হন তামিম৷ ৯৬ বলে ৯৫ রান তোলেন এই বাঁ হাতি ওপেনার৷ পাঁচটি চার ও সাতটি ছক্কা মারেন তামিম৷ অপরাজিত জুনায়েদ সিদ্দিক তোলেন ৫৬ রান৷ একদিনের ম্যাচে এটি তাঁর ষষ্ঠ অর্ধ-শতক৷ বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১০ ওভারে দিয়েছেন ৩১ রান৷ তবে রবিবার কোন উইকেট না পেলেও প্রথম তিন ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন রাজ্জাক৷ রাজ্জাক ম্যান অফ দ্য সিরিজ এবং আজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তামিম৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান