1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম বানিয়ে চলেছেন সুনীল শেঠি

১ মে ২০১০

এর আগে নাগপুরেও তৈরি করেছিলেন৷ এবার পশ্চিম ভারতের পুনেতে৷ বলিউড হিরো সুনীল শেঠি শুধু নিজের শরীরটাকেই মজবুত করেছেন, তাই নয়৷ একের পর এক জিম বা ফিটনেস সেন্টার বানিয়ে চলেছেন সকলের জন্য৷

https://p.dw.com/p/NCFu
সুনীল শেঠিছবি: Presse

সালমানের যে কথায় কথায় জামা খুলে ফেলে শরীর দেখানোর বাতিক আছে, তাই নয়, শরীরচর্চাও নিয়মিত করেন সাল্লুভাই৷ বলিউডের হিরোরা সকলেই শরীর চর্চা করেন আজকাল৷ কেউ কেউ নিজের শরীরটাকে বিজ্ঞাপন করেই জিম বা ব্যায়ামাগার বানিয়ে আরও দু'পয়সা বেশি রোজগার করছেন৷ সেই দলে এবার নাম লেখালেন সুনীল শেঠি৷ বলিউডের এই হিরো অবশ্যি নিজেও এক ব্যবসায়ী পরিবারের ছেলে৷ কিন্তু সুনীলের জিম সাধারণ জিম নয়৷ একটি মার্কিন সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে যে জিম তিনি বানিয়েছেন, তার লক্ষ্য হল ভারত থেকে মোটা হওয়ার অসুখ দূর করা৷

জিমের নাম ‘এনিটাইম ফিটনেস'৷ খোলা থাকবে প্রায় সারাদিন৷ প্রথমে নাগপুর আর তার পরেই পুনেতে নতুন জিমটার উদ্বোধন সুনীল নিজেই করলেন শুক্রবার৷ এরপর মুম্বইতেও তৈরি হবে একই নামের জিম৷গোটা দেশে মোট ২৫০ টি এরকম আধুনিক জিম তৈরির পরিকল্পনা নিয়েই কাজে নেমেছেন সুনীল শেঠি৷ সঙ্গে ওই মার্কিন ব্যায়াম সংস্থা৷

Deutschland Frau im Fitnessstudio Flash-Galerie
স্বাস্থ্যই সম্পদ৷ ভারতকে সেটা বোঝাতে চান সুনীল৷ছবি: picture alliance / dpa

৪ থেকে ১৭ বছরের ছেলেমেয়েরাও এই জিমে আসতে পারবে৷ খরচও তেমন বেশি নয়৷ মাসে ৩৯৯ রুপি থেকে ৯৯৯ রুপি পর্যন্ত৷ জিমেই থাকবে সকালের প্রাতরাশ থেকে রাতের খাওয়া পর্যন্ত সবরকমের খাওয়াদাওয়ার বন্দোবস্তো৷ থাকছে মায়েদের জন্য রান্নাঘর৷ তাছাড়া ডায়েটিশিয়ান থেকে শুরু করে চিকিত্সক, সকলেই থাকবেন জিমে৷ দেবেন বিভিন্ন পরামর্শ৷ বিশেষ করে শিশু আর বয়স্কদের নানান শীরীরিক সমস্যা দূর করতে এই জিমে থাকবে বিশেষজ্ঞের ব্যবস্থা৷

মার্কিন সংস্থাটি সুনীলকে যখন জিমের ব্যাপারে তিনি আগ্রহী কিনা এই প্রশ্ন করে, সুনীল নাকি বলেছিলেন, কিছু শর্ত মানলে তবেই তিনি রাজি হবেন৷ সেইসব শর্তই এই জিমের বৈশিষ্ট্য৷ সাংবাদিকদের জানিয়েছেন সুনীল পুনেতে৷ এছাড়া নতুন পদ্ধতির টিআরএক্স ব্যায়ামের কথাও বলেছেন তিনি৷ এই পদ্ধতিতে শুধু কিছু তার দিয়েই হয়ে যাবে ব্যায়াম৷ দরকার হবে না যন্ত্রপাতির৷ ভারতীয় ক্রিকেট দলও নাকি এই টিআরএক্স পদ্ধতি ব্যবহার করছে৷ অত্যন্ত বৈজ্ঞানিক এই উপায়ে গোটা ভারতের স্বাস্থ্য ভালো করে দিতে চান হিরো সুনীল শেঠি৷

যাক, তেল ঘি আর মশলাদার খাবার আর যখন তখন ঘুম এবং তার ফলে শরীরের মাঝখানে অতিরিক্ত চর্বিওলা সনাতন ভারতীয় চেহারাটা এইসব জিমের কল্যাণে বদলে যাবে যে, এটা ভেবেও তো আনন্দ! কতটা কাজ হয় বা হবে, সে না হয় দেখা যাবে পরে৷

প্রতিবেদন- সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা - সাগর সরওয়ার