1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিয়া আমাকে ৩২ নম্বরে ঢুকতে দেয়নি : হাসিনা

৪ সেপ্টেম্বর ২০১০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকায় এক শিশু-কিশোর সমাবেশে বক্তব্য রাখেন৷ সেখানে তিনি বলেন সামরিক শাসকরা বার বার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করেছে৷

https://p.dw.com/p/P4N0
ছবি: Mustafiz Mamun

শুধু তাই নয় তারা ইতিহাস বিকৃত করেছে৷ চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুন্ঠিত করতে৷ কোমলমতি শিশুদের মাথায় মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস ঢোকানোর চেষ্টা করেছে তারা৷ আর তাঁর সরকার চেষ্টা করেছে বিকৃতি দূর করতে, শিশু-কিশোরদের সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে৷

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তর-এর ১৫ই আগষ্টের কয়েক বছর পর তিনি যখন অনেক বাধা বিপত্তি পেরিয়ে দেশে ফিরে আসেন তখন জিয়া সরকার তাঁকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ঢুকতে দেয়নি৷ যে বাড়িতে ঘাতকরা তাঁর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মা, ভাই-বোন এবং আত্মীয় স্বজনকে হত্যা করেছে সেই ৩২ নম্বর বাড়িতে তাঁকে মিলাদও পড়াতে দেয়া হয়নি৷ তিনি সামনের রাস্তায় দাঁড়িয়ে মিলাদ পড়েছেন৷

শেখ হাসিনা বলেন সকল বাধা বিপত্তি আর নির্যাতনের মুখেও তিনি গণতন্ত্রের জন্য কাজ করছেন৷ গনতন্ত্র বিরোধীরা বার বার তাঁকে হত্যার চেষ্টা করেছে৷ চেয়েছে দেশের বাইরে রাখতে৷ কিন্তু তারা ব্যর্থ হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক