1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি-এইট সম্মেলনে আলোচনায় গাদ্দাফি

২৭ মে ২০১১

অতিসত্বর ক্ষমতা ছাড়লে ভবিষ্যৎ বিবেচনার অনেক পথই খোলা পাবেন গাদ্দাফি, মন্তব্য সার্কোজির৷ এদিকে, লিবিয়ায় হেলিকপ্টার মোতায়েনের অনুমতি দিলেন ক্যামেরন৷ জি-এইট আলোচনায় আরো জায়গা পেয়েছে পরমাণু জ্বালানির নিরাপত্তা ইস্যু৷

https://p.dw.com/p/11Org
G8 leaders, from left, European Council President Herman Van Rompuy, Japanese Prime Minister Naoto Kan, Italian Prime Minister Silvio Berlusconi, Canadian Prime Minister Stephen Harper, German Chancellor Angela Merkel, French President Nicolas Sarkozy, US President Barack Obama and European Commission President Jose Manuel Barroso are seen during a round table meeting at the G8 summit in Deauville, France, Thursday, May 26, 2011. G8 leaders, in a two-day meeting, will discuss the Internet, aid for North African states and ways in which to end the conflict in Libya. (Foto:Markus Schreiber, Pool/AP/dapd)
ফ্রান্সের দোভিল শহরে জি-এইট সম্মেলনছবি: dapd

আলোচনায় গাদ্দাফি

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি গাদ্দাফি'র ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন৷ জি-এইট সম্মেলনে তিনি বলেন, আমরা গাদ্দাফিকে নির্বাসনে যেতে বলছি না৷ তাঁর ক্ষমতা ছাড়া উচিত৷ যত দ্রুত তিনি সেটা করবেন, তাঁর সামনে ভবিষ্যৎ বিবেচনার সুযোগ তত বেশি থাকবে৷ সার্কোজি বলেন, গাদ্দাফি ক্ষমতা ছাড়তে যত দেরি করবেন, তার ভবিষ্যৎ গন্তব্যের পরিধিও তত কমতে থাকবে৷ লিবিয়ায় ন্যাটোর বিমান হামলার পক্ষে সাফাই গেছে সার্কোজির মন্তব্য, আমরা এগিয়ে না আসলে বেনগাজি মানচিত্র থেকে মুছে যেত৷ এদিকে, বিবিসি জানাচ্ছে, লিবিয়ায় অ্যাপাচি হেলিকপ্টার মোতায়েন করতে সম্মতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷

মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আলোচনা

দোভিল শহরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা'র সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷ দুই শীর্ষ নেতা ইউরোপের কেন্দ্রে এবং পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে আলোচনা করেন৷ এছাড়া ফ্রান্সের তৈরি হেলিকপ্টার বাহক চারটি বিশেষ জাহাজ ক্রয়ের বিষয়ে আলোচনায় অংশ নেয় রাশিয়া৷ প্রতিটি জাহাজের মূল্য চারশ মিলিয়ন ইউরো৷

epa02752970 France's First Lady Carla Bruni-Sarkozy wears spectacles as she attends a working session at the Hotel Royal in Deauville, 26 May 2011, during the G8 summit. Wearing an above-the-knee, unbelted white dress and black tailored jacket, the supermodel chanteuse turned wife of President Nicolas Sarkozy smiled as she greeted the wives of the world most powerful leaders for a separate programme devoted to her pet causes of illiteracy and AIDS. EPA/LIONEL BONAVENTURE/POOL
জি-এইট সম্মেলনে অন্তঃসত্ত্বা কার্লা ব্রুনিছবি: picture-alliance/dpa

পারমাণবিক জ্বালানি

জাপানের ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিপর্যয়ের পর পারমাণবিক জ্বালানির সুরক্ষার বিষয়টি আবারো আলোচনায় উঠে এসেছে৷ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে মত দেন সার্কোজি৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জোসে মানুয়েল বারোসো জানিয়েছেন, ইউরোপের উচিত পারমাণবিক জ্বালানির সুরক্ষার নিশ্চিত করতে বাকি বিশ্বের সামনে এক উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা৷ জার্মানি ইতিমধ্যে পারমাণবিক জ্বালানি থেকে ক্রমান্বয়ে সরে আসার পরিকল্পনা ঘোষণা করেছে৷

অন্তঃসত্ত্বা ব্রুনি

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও সার্কোজি পত্নী কার্লা ব্রুনিকে দেখেই বোঝা যাচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা৷ তাই, গণমাধ্যমে এবার জল্পনাকল্পনা, সন্তানের খবর সার্কোজি'র জনপ্রিয়তা বাড়িয়ে দিতে পারে৷ এছাড়া, ফ্রান্সের দোভিল শহর, মানে যেখানে এই সম্মেলন সেখানকার নিরাপত্তা চোখে পড়ার মত৷ শহরজুড়ে কয়েক হাজার পুলিশ অবস্থান করছে, আর সেই শহরমুখী সব রাস্তায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য