1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেএমবি’র নতুন আমীর নির্বাচিত

১১ ফেব্রুয়ারি ২০১১

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়েতুল মুজাহিদীন বাংলাদেশ – জেএমবির নতুন আমীর নির্বাচন করা হয়েছে মাওলানা সোহেল মাহফুজকে৷ গ্রেফতার হওয়ার পর জেএমবির অর্থ সম্পাদক মোহতাসিম বিল্লাহ এ তথ্য জনিয়েছেন৷

https://p.dw.com/p/10FnR
জেএমবি নেতা শায়খ আব্দুর রহমান (ফাইল ফটো)ছবি: DW

মোহতাসিম বিল্লাহ ব়্যাবকে জানান তাদের সংগঠনের কার্যক্রম থেমে নেই৷ নতুন কৌশলে সদস্য ও অর্থ সংগ্রহ করছে তারা৷

আজ ভোর রাতে সিরাজগঞ্জ জেলার আলোকদিয়া গ্রাম থেকে আটক করা হয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির অর্থ সম্পাদক মোহতাসিম বিল্লাহ এবং তার সহযোগি আল আমিনকে৷ মোহতাসিম বিল্লাহ আগে গ্রেফতার হওয়া জেএমবির আমীর মাওলানা সাইদুর রহমানের শ্যালক৷ তাদের কাছে থেকে বিপুল পরিমাণ জেহাদী বই, লিফলেট, সিডি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়৷ এছাড়া আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের ক্যাটালগ এবং আইন-শৃংখলা বাহিনীর হাত থেকে বাঁচার কৌশল সম্পর্কে লিখিত গাইড বইও উদ্ধার করা হয়৷ দুপুরে তাদের দু'জনকে ব়্যাব সদর দফতরে নিয়ে আসার পর কমান্ডার মোহাম্মদ সোহাইল জানান, আফগান যুদ্ধের সিডি দেখিয়ে জঙ্গিরা তাদের কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করে৷ তাদের অস্ত্র প্রশিক্ষণও দেয়া হয়৷

মোহতাসিম বিল্লাহ ব়্যাবকে জানিয়েছেন মাওলানা সাইদুর রহমান গ্রেফতার হওয়ার পর জেএমবির শীর্ষ নেতৃত্ব নিয়ে কিছুটা বিরোধ চলছে৷ তবে তারা নতুন আমীর বা প্রধান নির্বাচন করেছে৷ মাওলানা সোহেল মাহফুজ এখন জেএমবির নেতৃত্ব দিচ্ছেন৷

আটক হওয়ার পর জেএমবির অর্থ সম্পাদক মোহতাসিম বিল্লাহ জনিয়েছেন তারা প্রধানত সদস্যদের চাঁদা এবং জাল টাকার মাধ্যমে তাদের অর্থ সংগ্রহ করছে৷ এছাড়া দেশে বিদেশে তাদের কিছু শুভাকাঙ্খি রয়েছে৷

ব়্যাব জানায় জেএমবির জঙ্গিরা নানা ভাবে এখনো সংগঠিত হওয়ার চেষ্টা করছে৷ তাদের নিয়ম অনুযায়ী শীর্ষ নেতৃত্বের পদ কখনো শূন্য থাকে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী