1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জেএমবি জামায়াতের ব়্যাডিক্যাল গ্রুপ’

২০ জুলাই ২০১০

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবিকে জামায়াতের ব়্যাডিক্যাল গ্রুপ বলে স্বীকার করেছেন শীর্ষ নেতা মুজাহিদ এবং নিজামী৷ এ তথ্য ডয়চে ভেলেকে দিয়েছেন গোয়েন্দা বিভাগের প্রধান৷

https://p.dw.com/p/OQ90
জামায়েত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীছবি: Mustafiz Mamun

মঙ্গলবার জামায়াত নেতা নিজামী এবং মুজাহিদকে জেএমবির মামলায় গ্রেপ্তার দেখান হয়েছে৷জুনের শেষ সপ্তাহে শীর্ষ জামায়াত নেতা নিজামী, মুজাহিদ এবং সাঈদীকে গ্রেপ্তার করা হয়৷ এর দেড় সপ্তাহ পর গ্রেপ্তার হন কামরুজ্জামান এবং আব্দুর কাদের মোল্লা৷ তাদের সবাইকে বিশেষ করে নিজামী এবং মুজাহিদকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তা গোয়েন্দা বিভাগের প্রধান মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, নিজামী – মুজাহিদ স্বীকার করেছেন তাদের দলের সঙ্গে জেএমবির সম্পর্ক রয়েছে৷ জামায়াতের কেন্দ্রীয় পরিষদ সুরার অন্তত ২৫ জন সদস্য সরাসরি জেএমবি'র সঙ্গে যুক্ত৷

মুজাহিদ জানিয়েছেন, জেএমবির ৯০ ভাগ সদস্য অতীতে জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বা এখনো আছেন৷গ্রেপ্তারকৃত জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান ভাগ্নে শহীদেরও মুখোমুখি করা হয় জামায়াত নেতাদের৷ মুখোমুখি জিজ্ঞাসাবাদে তারা সম্পর্কের কথা স্বীকার বরেছেন৷

গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, জেএমবিসহ দুটি জঙ্গি সংগঠনের সময় বুঝে জামায়াতের সঙ্গে এক হওয়ার কথা ছিল৷ তবে অন্য সংগঠনটির নাম জানাননি গোয়েন্দা কর্মকর্তা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক