1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেনারেল ম্যাকক্রিস্টালকে বরখাস্ত করলেন ওবামা

২৪ জুন ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে তাঁর বাহিনীর কমান্ডার জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে বরখাস্ত করেছেন৷

https://p.dw.com/p/O1N2
জেনারেল ম্যাকক্রিস্টালছবি: AP

তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে ইরাক যুদ্ধের সাবেক সফল কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউসকে৷ এর মাধ্যমে সেনাবাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব স্পষ্ট করলেন প্রেসিডেন্ট ওবামা৷

আফগান যুদ্ধ নীতি নিয়ে কেবল সেনাবাহিনী নয়, বেসামরিক অনেকের মনেও প্রশ্ন তৈরি হচ্ছে৷ কিন্তু সেনাবাহিনীর প্রচলিত কঠোর নিয়ম নীতির বাইরে আসাকে প্রশ্রয় দিতে একেবারেই রাজি নন মার্কিন প্রেসিডেন্ট৷ ওবামা প্রশাসন নিয়ে ম্যাকক্রিস্টাল ও তার সহযোগীদের নানা বিরূপ মন্তব্য প্রকাশিত হওয়ার পর বোঝা যাচ্ছিল তাঁর ভবিষ্যত কি হতে চলেছে৷ বুধবার ওবামা ডেকে পাঠান জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালকে৷ তাঁর সঙ্গে একান্তে কথা বলেন প্রায় আধ ঘন্টা৷ এরপর ওবামা বৈঠক করেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটি ও তাঁর উপদেষ্টাদের সঙ্গে৷ এরপর তিনি সংবাদ সম্মেলনে ম্যাকক্রিস্টালের জায়গায় জেনারেল প্যাট্রাউসকে নিয়োগ দেওয়ার কথা ঘোষণা করেন৷ এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সহ আরও উচ্চ পদস্থ একাধিক কর্মকর্তা৷ প্রেসিডেন্ট ওবামা জেনারেল ম্যাকক্রিস্টালের কাজের প্রশংসা করেন৷ তবে একই সঙ্গে তিনি বলেন, তাঁর সাম্প্রতিক আচরণ গণতান্ত্রিক সরকারের ভূমিকাকে খাটো করে দেখেছে৷ ওবামা বলেন, ‘‘জেনারেল ম্যাকক্রিস্টালকে হারানোটা বেশ কঠিন, তবে আমি মনে করি জাতীয় নিরাপত্তার জন্য এটা সঠিক সিদ্ধান্ত৷ সম্প্রতি একটি নিবন্ধে তাঁর যে আচরণ প্রকাশিত হয়েছে তা একজন কমান্ডিং জেনারেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়৷ আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ বেসামরিক প্রশাসনের হাতে৷ এই আচরণ সেই কর্তৃত্বকে খাটো করে দেখেছে৷''

David Petraeus
নতুন কমান্ডার জেনারেল প্যাট্রাউসছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে তিনি তাঁর সরকারের বিভিন্ন নীতি নিয়ে সমালোচনাকে স্বাগত জানান৷ কিন্তু কোন ধরণের বিভক্তি তিনি সহ্য করবেন না৷ আফগানিস্তান মিশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ওবামা বলেন, এই ধরণের মিশনে আচরণ বিধি মত চলা অত্যন্ত প্রয়োজন৷ এবং এটা সেনাবাহিনীতে নতুন নিয়োগ পাওয়া কর্মচারী থেকে শুরু করে একজন জেনারেলকে পর্যন্ত মেনে চলতে হবে৷

ওবামা জানান, বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তান মিশনে সাফল্য পাওয়ার জন্য তাঁকে এই পদে পরিবর্তন আনতেই হত৷ এই ব্যাপারে ওবামা বলেন, ‘‘আমি মনে করি, এই মিশনে সাফল্য পেতে হলে আমাদের সামগ্রিক উদ্যোগ ও মিত্র দেশগুলোর পাশাপাশি আমার নিজের নিরাপত্তা বাহিনীর মধ্যেও একতা অত্যন্ত প্রয়োজনীয়৷ আমি মনে করি এই পরিবর্তনের সিদ্ধান্ত ছাড়া আফগানিস্তানে আমরা আমাদের একতা ধরে রাখতে পারবো না৷''

এদিকে আফগান যুদ্ধের কমান্ডার হিসেবে নিয়োগ পাওয়ার পর জেনারেল ডেভিড পেট্রাউস জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট ওবামার আফগান যুদ্ধ নীতিতে পুরোপুরি একমত৷ অন্যদিকে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী কার্ল থিওডর সু গুটেনবের্গ এক প্রতিক্রিয়ায় বলেছেন, আফগানিস্তানে ন্যাটো বাহিনীর স্থিতিশীল নেতৃত্ব প্রয়োজন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক