1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেরুজালেমে ৯ জন আটক

৯ জানুয়ারি ২০১৭

জেরুজালেমে ট্রাক হামলার ঘটনায় ফিলিস্তিনি ট্রাক চালকের পরিবারের সদস্যসহ ৯ জনকে আটক করেছে ইসরায়েলের পুলিশ৷ রবিবার জেরুজালেমের একটি পর্যটন কেন্দ্রে ইসরায়েলি সেনাদের উপর ট্রাক চালিয়ে দেয় এক ট্রাক চালক৷ নিহত হয় ৪ জন৷

https://p.dw.com/p/2VVcH
এখানেই হয়েছিল হামলা
ছবি: picture-alliance/AP Photo/O. Ziv

ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানিয়েছেন, আটককৃতদের মধ্যে ৫ জন ট্রাক চালকের পরিবারের সদস্য৷ তারা পূর্ব জেরুজালেমের অধিবাসী৷ ঘটনাস্থল কংক্রিটের তার দিয়ে ঘিরে রেখেছে পুলিশ৷ প্রতিটি গাড়ি তল্লাশি চলছে৷ এছাড়া গভীর রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলের পুলিশঘাঁটি লক্ষ্য করে আতশবাজি ছুড়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি পুলিশ৷

 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ঐ ট্রাক হামলার ঘটনাকে বার্লিনের ট্রাক হামলার সঙ্গে তুলনা করেছেন৷ ট্রাক হামলা চালানোর পর আইন-শৃঙ্খলাবাহিনীর গুলিতে নিহত হয় ট্রাক চালক৷ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা' বলে উল্লেখ করেছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, হামলাকারী তথাকথিত ইসলামি জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট-'এর সমর্থক হতে পারে৷ তিনি বলেন, তার হামলার সব লক্ষণ দেখেই বোঝা যায়, সে আইএসের সমর্থক৷ যেখান থেকে সে এসেছে, সেই এলাকা পুরোপুরি অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেখানে সবার চলাচল নিষিদ্ধ করা হয়েছে৷ এছাড়া আমরা অন্যান্য পদক্ষেপও নিচ্ছি, যা বিস্তারিত বলা উচিত হবে না৷''

জনপ্রিয় স্থান ‘ওল্ড সিটি অব জেরুজালেম' দেখতে আসা ইসরায়েলি সেনারা বাস থেকে নামার সময় হামলার শিকার হয়৷ ফিলিস্তিনি চালক ইচ্ছাকৃতভাবে মানুষের ওপর ট্রাক চালিয়ে দিয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি পুলিশ৷ ঐ ঘটনায় আহত হয় ১৫ জন৷

পুলিশের মুখপাত্র সাংবাদিকদের জানান, একজন সন্ত্রাসী তার ট্রাক নিয়ে সেনাবাহিনীর সদস্যরা যেখানে দাঁড়িয়েছিল, সেখানে চালিয়ে দেয়৷ বাস থেকে নেমে সেনা সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল এবং এটাকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে ঐ সন্ত্রাসী৷

পুলিশ প্রধান জানিয়েছেন, নিহত হামলাকারী পূর্ব জেরুজালেমের অধিবাসী৷ হামলাকারীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি৷ নিহতদের মধ্যে তিন জন নারী ও একজন পুরুষ৷ নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, ট্রাকটি দ্রুতগতিতে সেনাদের দিকে এগিয়ে যাচ্ছে৷ এরপর মুহূর্তের জন্য থেমে সেটি সেনাদের মাড়িয়ে দেয় এবং তাদের মাড়িয়ে আবার পেছাতে থাকে৷ ফুটেজে দেখা যায়, হামলার শিকার হওয়ার পর অনেক সেনাসদস্য পালিয়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করছে৷

স্থানীয় একটি অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়,  হামলায় আহত ১৫ জনের মধ্যে অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক৷ গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর ছুরি, বন্দুক নিয়ে হামলা, এমনকি গাড়ি নিয়ে ফিলিস্তিনিদের হামলারও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে৷ মাত্র কয়েক সপ্তাহ আগে জার্মানির রাজধানী বার্লিনে একই ধরনের হামলায় ১২ জন নিহত হয়৷ তার আগে ফ্রান্সের নিস শহরে এ ধরণের আরও একটি হামলায় নিহত হয় ৮৪ জন৷

এপিবি/এসিবি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান