1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলখানা ভরে আইনের শাসন নয়: কিরণ বেদী

৭ অক্টোবর ২০১০

ভারতের বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা কিরণ বেদী৷ বুধবার একদিনের জন্য ঢাকায় এসেছিলেন একটি সেমিনারে যোগ দিতে৷ ঢাকা ছাড়ার আগে তিনি কথা বলেন ডয়চে ভেলের সঙ্গে৷

https://p.dw.com/p/PYat
কিরণ বেদীছবি: DW

দিল্লী পুলিশের কমিশনার ছিলেন৷ ছিলেন আইজি প্রিজন৷ পরে নিজেই পুলিশ বাহিনী থেকে ইস্তফা দিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করেন৷ ভারতের কুখ্যাত তিহার জেল সংস্কারের পুরোধা এই কিরণ বেদী৷

তাঁর মতে, গ্রেফতার করে জেলখানা ভরে ফেলা আইনের শাসন নয়৷ পুলিশও বিচারক৷ তাঁকে নিশ্চিত হয়ে গ্রেফতার করতে হবে৷ আইনের ভয় দেখানো, নির্যাতন করা কোন পুলিশের কাজ নয়৷ আর এটিই এখন বাংলাদেশ ও ভারতের পুলিশের প্রধান সমস্যা৷

Flash-Galerie Kiran Bedi besucht Bangladesch
ভারতের কুখ্যাত তিহার জেল সংস্কারের পুরোধা এই কিরণ বেদীছবি: DW

তিনি পুলিশের মানবাধিকার লংঘনের কথা স্বীকার বলেন, পুলিশকে তার সঠিক কাজটি সততা এবং দক্ষতার সঙ্গে করতে হবে৷ কোন লোভ আর ভয়-ভীতি তাকে গ্রাস করলে তার পুলিশে না থাকাই উচিত৷ তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের পুলিশ মানবাধিকার লংঘন করে লোভে পড়ে, রাজনৈতিক চাপের মুখে অথবা ব্যক্তিগত স্বার্থে৷

কিরণ বেদী বলেন, পুলিশ যদি রাজনৈতিক নেতাদের চাপের মুখে নতি স্বীকার করে, তাহলে এটা তাদের ব্যর্থতা৷ প্রাতিষ্ঠানিকভাবে একটি প্রশিক্ষিত বাহিনীর সদস্যদের অপ্রাতিষ্ঠানিক রাজনৈতিক নেতাদের কাছে আত্মসমর্পণ দুর্ভাগ্যজনক৷

কিরণ বেদী ভারতীয় পুলিশ থেকে পদত্যাগের কারণও জানান, তিনি বলেন, তার চেয়ে দু'বছরের জুনিয়রকে পুলিশের আইজি করায় তিনি মনে করেছেন পুলিশে তাকে প্রয়োজন নেই৷ তাই তিনিও স্বেচ্ছায় বিদায় নিয়েছেন৷

কিরণ বেদী জাতিসংঘ মহাসচিবের পুলিশ উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন৷ প্রধানমন্ত্রীর গাড়ি ভুল পার্কিং করায় জরিমানা করে তিনি আলোচিত হয়েছেন৷ পেয়েছেন এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসেসাই পুরস্কার৷ এই কিরণ বেদী একজন সদা হাস্যোজ্জ্বল মানুষ৷ প্রাণবন্ত এবং অমায়িক৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন