1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোচিংয়ে বেকার

২৪ ডিসেম্বর ২০১৩

নোভাক জোকোভিচের কোচের দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন বরিস বেকার৷ জার্মানির সাবেক এই টেনিস তারকা জোকোভিচকে সেরার আসনে ফেরাতে বিবিসির চাকরিটাই ছেড়ে দিয়েছেন৷

https://p.dw.com/p/1AfTZ
বরিস বেকারছবি: Getty Images

পুরুষদের টেনিসের দ্বিতীয় সেরা নোভাক জোকোভিচের কোচ মারিয়ান ভাজদা কয়েক দিন আগে জানিয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে বছরের বড় একটা সময় তিনি টেনিসের বাইরে থাকতে চান৷ এমনিতেই ব়্যাংকিংয়ে সেরা থেকে দ্বিতীয় সেরা হয়ে শ্রেষ্ঠত্বের আসন ফিরে পাওয়ার জন্য লড়ছেন জোকোভিচ৷ এ অবস্থায় কোচের অনুপস্থিতি তাঁকে বেশ ভোগানোর কথা৷ সে কথা ভেবেই পুরুষদের টেনিসের সাবেক বিশ্বসেরা বরিস বেকারের সঙ্গে চুক্তি করেছেন তিনি৷ চুক্তি অনুযায়ী বছরে ২০ সপ্তাহ বেকার আর বাকি সময়টা তাঁর কোচের দায়িত্বে থাকবেন মারিয়ান ভাজদা৷ সে হিসেবে খন্ডকালীন হলেও এ দায়িত্বের জন্যই ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর টেনিস ধারাভাষ্যকারের চাকরিটা ছেড়ে দিয়েছেন ৪৬ বছর বয়সি বেকার৷

Finale der Tennis-WM in London (Novak Djokovic)
নোভাক জোকোভিচছবি: Getty Images

খেলোয়াড় হিসেবে বরিস বেকার ক্যারিয়ার শুরুই করেছিলেন রেকর্ড গড়ে৷ মাত্র সতের বছর বয়সে জিতেছিলেন উইম্বলডন৷ এত কম বয়সে এখনো কেউ উইম্বলডন জিততে পারেননি৷ ১৯৯৯ সালে টেনিসকে বিদায় জানানোর আগ পর্যন্ত মোট গ্র্যান্ডস্লাম একক জিতেছিলেন ৬টি, অলিম্পিকের স্বর্ণপদকও একবার ঝুলিয়েছিলেন গলায়৷ এত সাফল্যে ভরপুর সাবেক এই টেনিস খেলোয়াড় এবার কোচ হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন জোকোভিচকে দিয়ে৷ জোকোভিচ নতুন মৌসুম শুরু করবেন আগামী বৃহস্পতিবার, আবুধাবির প্রদর্শনী ম্যাচ দিয়ে৷ তাঁর সঙ্গে বেকারও থাকবেন৷ খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন সার্বিয়ান তারকার খেলা৷ তারপর শীর্ষে ফিরতে হলে কী কী করতে হবে সে সম্পর্কে পরামর্শ দেবেন জোকোভিচকে৷ শুনে সহজ মনে হলেও কাজটা কিন্তু কঠিন!

এমন কাজ দায়সারাভাবে করতে চান না বলেই বিবিসির চাকরিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরিস বেকার৷ জার্মানির ইতিহাসের সেরা এই পুরুষ টেনিস খেলোয়াড় বলেছেন, ‘‘আজ টেলিভিশনের জন্য বিভিন্ন ম্যাচ বিশ্লেষণ করবো আর কাল হয়ে যাবো কোচ - এভাবে আমি কাজ করতে পারবো না৷ এই পর্যায়ের টেনিসে কোনো খেলোয়াড় টুর্নামেন্ট জিতবে, নাকি দ্বিতীয় সেরা হবে তা ছোট ছোট বিষয়ের ওপরই নির্ভর করে৷'' বেকার চান জোকোভিচের ছয় ট্রফির ঝুলিতে আরো কিছু গ্র্যান্ডস্লাম সাফল্য যোগ করতে, আবার তাঁকে ব়্যাংকিংয়ে সেরার আসনে বসাতে৷ দুই চাকরির টানাটানিতে এমন কাজ তো মন দিয়ে করা যায় না৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য