1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্ঞানের জন্য বয়স লাগেনা

৮ জুলাই ২০১০

জটিল কোনো সমস্যায় পড়লেই আমরা ছুটে যায় নানি-দাদির কাছে৷ নিশ্চয়ই একটা সমাধান পাওয়া যাবে! আর আমাদের নানি-দাদিরাও কোনো না কোনো পথ বাতলে দেন৷ কিন্তু সাবধান! তাদের উপদেশে বেশিরভাগ ক্ষেত্রেই কান দেওয়া ঠিক হবেনা৷

https://p.dw.com/p/OEBn
ক্ষেত্র বিশেষে বড়দের জায়গায় ছোটদের পরামর্শও যে নেওয়া যেতে পারেছবি: Marcel Mettelsiefen

কারণ, সাম্প্রতিক একটি গবেষণা বলছে জ্ঞানের জন্য বয়স লাগেনা৷

সাধারণ মানুষের ধারণা বয়সের সঙ্গে সঙ্গে জ্ঞানও বাড়ে৷ কিন্তু গবেষণা বলছে, বয়স্ক মানুষরা একজন তরুন বা তরুনীরা চেয়ে অবশ্যই বেশি জ্ঞানী নন৷ উল্টো দেখা গেছে, কিছু কিছু ক্ষেত্রে তরুনদের চেয়ে অকারণেই তারা বেশি প্রতিক্রিয়া করেন৷

জার্মানির ব্রেমেন শহরে অবস্থিত জ্যাকবস্ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক উরসুলা স্টাউডেঙ্গার বলেন, বয়স্করা তাদের তরুন বয়সে যতটুকু শিখেছেন তার বাইরে নতুন কিছুকে সেইভাবে শিখতে পারেননা৷ এমনকি তারা নতুন জিনিসকে গ্রহণ করতেও চাননা৷ অথচ এ দু‘টি বিষয়ের ওপরই একজন মানুষের পান্ডিত্য নির্ভর করে৷ কেননা মানুষের জীবনটাইতো অজানা পরিস্থিতিকে মোকাবেলা করে চলা৷

তবে এ নিয়ে বয়স্কদের মন খারাপ করার কোনো কারন নেই৷ এই মনোবিজ্ঞানী ৬৫ উর্দ্ধোদের জন্য একটি সুখবর দিয়েছেন৷ শেখার মধ্যদিয়ে জ্ঞান হয়৷ তাই সংকীর্ণতা ঝেড়ে ফেলে শিখতে থাকুন৷ বড়দের জায়গায় ছোটদের পরামর্শও যে নেওয়া যেতে পারে ক্ষেত্র বিশেষে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ