1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের চিকিৎসকের দোষ অস্বীকার, শুনানি এপ্রিলে

৯ ফেব্রুয়ারি ২০১০

মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে ‘কর্তব্যে অবহেলার’ কারণে জ্যাকসনের মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন৷ জিজ্ঞাসাবাদের পর লস এঞ্জেলেসের আদালত সোমবার ৭৫ হাজার ডলারের জামিনে মুক্তি দেয়৷

https://p.dw.com/p/Lx4b
‘কিং অফ পপ’ মাইকেল জ্যাকসনছবি: AP

প্রায় ছয় মাস টানা তদন্তের পর ৫৭ বছর বয়সি কার্ডিওলজিস্ট মারে'র বিরুদ্ধে ওই অভিযোগ গঠন করে আদালত৷ নিজেকে নির্দোষ দাবি করলেও মারে স্বীকার করেছেন যে, মারাত্মক হার্ট অ্যাটাকের কিছুক্ষণ আগেই তিনি ঘুমের সহায়ক হিসেবে জ্যাকসনকে ‘সার্জিকাল অ্যানেসথেটিক প্রোপোফল' দিয়েছিলেন৷ এই ওষুধের প্রতিক্রিয়াতেই হার্ট অ্যাটাক সামালে উঠতে না পেরে জ্যাকসন মারা গিয়েছেন বলে বলা হয়েছে ময়নাতদন্তে৷

জ্যাকসনের চিকিৎসকের বিচার প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে৷ তাঁর বাবা এবং ভাইসহ পরিবারের সদস্যরা সোমবার আদালতে উপস্থিত ছিলেন৷ এছাড়াও শতাধিক সাংবাদিকসহ বহু উৎসাহী মানুষ লস এঞ্জেলেসের আদালত প্রাঙ্গণে ভিড় করেন এ বিচারের খবর জানার জন্য৷

Michael Jacksons Arzt, Dr. Conrad Murray
জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাডছবি: AP Photo/Houston Chronicle

বিচারক কিথ সোয়ার্তস মারে'কে তার পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং শমন জারি করেছেন যে, যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও ভ্রমণ করতে পারবেন না তিনি৷ কৌঁশুলিরা দাবি করেছেন, মারে হয়তো তার জন্মভূমি গ্রেনাডায় কিংবা ত্রিনিদাদে তার সন্তানের কাছে চলে যাওয়ার চেষ্টা করতে পারেন৷

প্রাথমিক শুনানি শুরুর দিনক্ষণ নির্ধারণের জন্য আগামী ৫ই এপ্রিল মারে'কে পুনরায় আদালতে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারক৷

প্রতিবেদন : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক