1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের নামে সুগন্ধি, শুরু কলম থেকে

১৪ জানুয়ারি ২০১১

লাস ভেগাসের সেই অটোগ্রাফ শিকারীকেই ধন্যবাদ দিতে হয়, যিনি পপ সম্রাট মাইকেল জ্যাকসনের অটোগ্রাফ নেওয়ার জন্যে একজন ফরাসি সুগন্ধি প্রস্তুতকারকের কাছে কলম ধার চেয়েছিলেন৷

https://p.dw.com/p/zxSk
Michael Jackson
পপ সম্রাট মাইকেল জ্যাকসনছবি: AP

পরে এই ফরাসি সুগন্ধি প্রস্তুতকারকই পপ সম্রাট মাইকেল জ্যাকসনের স্মরণে পুরুষ এবং মহিলাদের জন্যে সুগন্ধি তৈরির পরিকল্পনা স্থির করেন৷ সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজই এগিয়ে নেওয়া হচ্ছে৷ প্রয়াত পপ সম্রাটের নেভারল্যান্ড ব়্যাঞ্চে বসে স্থির করা হয়েছে, পুরুষদের জন্যে তৈরি সুগন্ধিটির নাম হবে ‘জ্যাকসন্স ট্রিবিউট' এবং মহিলাদের সুগন্ধিটির নাম হবে ‘জ্যাকসন্স লেজেন্ড'৷

প্যারিসের জুলিয়াঁ রুয়াসের নিজস্ব ব্র্যান্ডের পাশাপাশি প্রাইভেট-লেবেল-এর সুগন্ধি প্রস্তুত করে থাকেন৷ গত মাসে জ্যাকসনের পরিবার অর্থাৎ,বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় একটি অংশীদারি চুক্তির আওতায় এক পক্ষকালের মধ্যেই ঐ দুটি সুগন্ধি প্রস্তুতের সব ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে৷ যুক্তরাষ্ট্রের বাজারে আনুষ্ঠানিকভাবে এই দুটি সুগন্ধি ছাড়া হবে ৭ মার্চ৷

Michael Jackson, tattoo, perfume, germany
পুরুষদের জন্য তৈরি সুগন্ধিটির নাম হবে ‘জ্যাকসন্স ট্রিবিউট' আর নারীদের সুগন্ধিটির নাম হবে ‘জ্যাকসন্স লেজেন্ড'ছবি: AP

সুগন্ধি প্রস্তুতকারক ব্র্যান্ডটির প্রধান নির্বাহী ফ্র্যাঙ্ক রুয়াস বলেছেন, ‘‘জো জ্যাকসনের সাথে যে চুক্তি হয়েছে, তার আওতায় বিশ্বব্যাপী ঐ দুটি সুগন্ধির বিক্রি, টেলিভিশন এবং বিজ্ঞাপনের অধিকারের সত্ত্ব সব কিছুই থাকবে অর্ধেক অর্ধেক৷'' এই বিক্রির একটি অংশ যাবে মাইকেল জ্যাকসনের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে৷

লাস ভেগাসের সেই বাণিজ্য মেলায় রুয়াসের স্টলে এসে দুইজন অটোগ্রাফ শিকারী জ্যাকসনের অটোগ্রাফ নেওয়ার জন্যে একটি কলম ধার চান৷ রুয়াস তখন শুধু তাঁর কলমই ধার দেননি, সাথে জ্যানেট জ্যাকসনের জন্যে ‘ভার্সাই'-এর দুটি নমুনাও দিয়ে দেন৷ যার মধ্যে একটি ছিল তার নিজের ব্র্যান্ডের৷ এই ঘটনার একঘণ্টা পরেই জ্যাকসন পরিবারের খাস কামরায় যাবার আমন্ত্রণ পান রুয়াস৷ আর সেখানেই এই পরিবারের সবাই তাঁর পণ্যের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন