1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে কৃষকের আত্মহত্যা

২০ মার্চ ২০১৪

ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিদর্ভ এলাকার ৬২ বছর বয়সি কৃষক বাপু রামচন্দ্র পাওয়ার বিষপান করে আত্মহত্যা করেছেন৷ গত কয়েকদিনে অবশ্য এমন বেশ কয়েকজন কৃষকের আত্মহত্যার খবর পাওয়া গেছে৷ কিন্তু এর পিছনে কারণ কী?

https://p.dw.com/p/1BSUP
Indien Zyklon Phailin
ছবি: picture-alliance/AP Photo

মহারাষ্ট্র রাজ্যের পূর্বাঞ্চলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অস্বাভাবিক ঝড়বৃষ্টি হওয়ায় অনেক কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে যায়৷ এই ধাক্কা সইতে না পেরে অনেক কৃষক নিজেই নিজের জীবন নিয়ে নেন৷ সরকারি হিসেবে সংখ্যাটা সাত হলেও অত্র অঞ্চলের কৃষকদের একটি অ্যাডভোকেসি গোষ্ঠী ‘বিদর্ভ জন আন্দোলন সমিতি' বলছে, ঝড়বৃষ্টির শুরুর পর থেকে তাঁরা ৩২ জন কৃষকের আত্মহত্যার খবর পেয়েছে৷ সংখ্যাটা আরও বাড়তে পারে বলেও জানান সমিতির প্রেসিডেন্ট কিশোর তিওয়ারি৷ তিনি বলেন, ‘‘ময়না তদন্ত শেষ হওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷''

এদিকে বিরোধী দল বিজেপি বলছে, মঙ্গলবার পর্যন্ত আত্মহত্যা করা কৃষকের সংখ্যা ৩৭ জন৷ দলের একজন শীর্ষ নেতা গোপিনাথ মুন্ডে জানিয়েছেন, ‘‘ঝড়বৃষ্টিতে ১৭ জেলার ১৬ লক্ষ হেক্টর জমির ফসল ধ্বংস হয়ে গেছে৷''

আসন্ন নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন৷ সেখানে বিদর্ভ এলাকায় এক সমাবেশে তাঁর ভাষণ দেয়ার কথা রয়েছে৷

পরিস্থিতি মোকাবিলায় মহারাষ্ট্র রাজ্যের মন্ত্রীদের এক প্রতিনিধি দল প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আলোচনা করে ৫০ বিলিয়ন রূপি সহায়তা চেয়েছে৷

ঝড়ে আঙুর চাষীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ এছাড়া ঐ এলাকায় আম, পেঁপে, লেবু ও তরমুজেরও চাষ হয়ে থাকে৷

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য