1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে বাংলাদেশের শিশুরা

১২ জুন ২০১০

বাংলাদেশে শিশু শ্রমিকের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঝুঁকিপূর্ণ কাজে তাদের অংশগ্রহণ৷ ঝুঁকিপূর্ণ কাজে জড়িত শিশু শ্রমিকের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে৷ তারা জড়িয়ে পড়তে পারে নানা অপরাধে৷

https://p.dw.com/p/NpEd
শিশু শ্রম জাতির ভবিষ্যতের জন্যও মঙ্গলজনক নয়ছবি: picture-alliance/Bildfunk

বাংলাদেশে মোট শ্রমিকের প্রায় ৩০ ভাগ শিশু শ্রমিক – এই সংখ্যা ২৫ লাখের কম হবে না৷ তারা সাধারণ কারখানায় যেমন কাজ করে, তেমনই ঝালাইয়ের কারখানা, ট্যানারি ও পলিথিনসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কারখানায়ও কাজ করছে৷ আর ঝুঁকিপূর্ণ কারখানায় কাজ করতে গিয়ে তারা প্রায়ই শিকার হচ্ছে দুর্ঘটনার৷ শিশুদের মজুরি যেমন কম, তেমনই দুর্ঘটনার শিকার হলে তাদের কোন ক্ষতিপূরণও দেয়া হয়না৷ যেমন বললেন শিশুদের নিয়ে কাজ করা বেসরকারী সংগঠন উদ্দীপনের মো. শহীদুল্লাহ৷

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. তাহমিনা বেগম ডয়চে ভেলেকে জানান, ট্যানারিসহ অন্যান্য শিল্পে কাজ করায় শিশুরা চর্মরোগসহ ক্যান্সারের ঝুঁকিব মধ্যে থাকে৷

আর শিশু মন বিশেষজ্ঞ ডা. এম এ সরদার জানান, শিশু শ্রম মানে নির্যাতন৷ শিশু শ্রমের ফলে শিশুদের বিকাশ বাধাগ্রস্ত হয়৷ শিশুরা জড়িয়ে পড়তে পারে নানা অপরাধে৷

বিশ্লেষকরা বলছেন, শিশু শ্রম বন্ধ না হলে দেশে একটি অক্ষম জনগোষ্ঠী গড়ে উঠবে৷ যারা জাতির বোঝায় পরিণত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন