1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টাইগারদের আজ মরণ কামড় দেয়ার দিন

১১ মার্চ ২০১১

বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যেতে হলে আজ টাইগারদের জেতা ছাড়া কোনো বিকল্প নেই৷ তাই পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল৷ গলফ খেলে মনও চাঙা করেছে তাঁরা৷

https://p.dw.com/p/10XFb
ছবি: AP

ম্যাচ জিততে হলে বোলারদের ভাল করতে হবে৷ কারণ ইতিহাস বলছে দেশের মাটিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে কয়টি খেলা জিতেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই অবদান ছিল বোলারদের৷

প্রতিপক্ষ ইংল্যান্ড

এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল' যাকে বলে সেটা হচ্ছে ইংল্যান্ড৷ কারণ ভারতের সঙ্গে ৩৩৮ রান তাড়া করে ম্যাচ টাই করেছে তারা৷ সেই দলই আবার পরের ম্যাচে ৩২৭ রান করেও দুর্বল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে৷ কিন্তু পরের ম্যাচে মাত্র ১৭১ করেই শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতে গেছে৷ ফলে ঠিক বলা যাচ্ছে না আজ কেমন খেলবে দলটি৷ তবে বিশ্বকাপের প্রথমদিকে যেটা মনে হচ্ছিল যে, ইংল্যান্ড দলের বোলিং, ফিল্ডিং খারাপ, সেটা কিন্তু শেষ ম্যাচে এসে বোঝা যায়নি৷ তবে বাংলাদেশের জন্য সুখবর হলো ইংল্যান্ড দলে থাকছেন না মারকুটে ব্যাটসম্যান কেভিন পিটারসন ও আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় স্টুয়ার্ট ব্রড৷ বাংলাদেশ অধিনায়ক সাকিব স্বীকারও করেছেন সেটা৷

ইংল্যান্ড অধিনায়ক

অ্যান্ড্রু স্ট্রাউস বলছেন, বাংলাদেশের বিপক্ষে জয় ছিনিয়ে নেয়া কষ্টসাধ্য হবে৷ কারণ তারা আজ মরণ কামড় দিতে চাইবে৷ কিন্তু তারপরও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি৷ স্ট্রাউস বলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অল্প স্কোর করেও জয়ী হওয়ায় দলের মনোবল এখন খুব চাঙা রয়েছে৷

দু'দল মুখোমুখি

এর আগে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে৷ যার মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ৷ এবং সেটা গত বছর জুলাইতে৷ তাও আবার ইংল্যান্ডের মাটিতে৷ টাইগাররা এবার সেই স্মৃতিই ফিরিয়ে আনতে চাইবে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী