1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘টাইম বোমা’ সুদানকে নিয়ে জাতিসংঘে আজ বিশেষ অধিবেশন

২৪ সেপ্টেম্বর ২০১০

সুদান নিয়ে জাতিসংঘে আজ একটি বিশেষ অধিবেশন হবে৷ কারণ আফ্রিকার এই দেশটিকে নিয়ে বেশ চিন্তিত সারা বিশ্ব৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সুদানকে ‘টাইম বোমা’র সঙ্গে তুলনা করেছেন, যেখানে যে কোন সময় বড় ধরণের সংঘাত শুরু হতে পারে৷

https://p.dw.com/p/PLrj
সুদান ও আসিয়ান নিয়ে দুটো বৈঠক করবেন ওবামাছবি: AP

আর জাতিসংঘের মহাসচিব বান কি-মুন বলেছেন, সুদান তাদের আলোচনার বিষয়বস্তুর শীর্ষে রয়েছে৷ এর কারণ হলো, যে কোনো সময় ‘দক্ষিণ সুদান' নিজে নিজেই স্বাধীনতা ঘোষণা করতে পারে৷ এতে করে সব সময় সংঘাত লেগে থাকা সুদানে আবারও বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা করছেন বিশ্বনেতারা৷ এমনটা যেন না হয় সেটা নিশ্চিত করতেই ঐ বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা৷ সঙ্গে সুদানের প্রতিবেশী কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান আর জার্মানি সহ পশ্চিমা বিশ্বের আরও কয়েকটি দেশের মন্ত্রীরা৷ আর সুদানের পক্ষে সে দেশের ভাইস প্রেসিডেন্ট থাকবেন৷ উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে দক্ষিণ সুদানের স্বাধীনতা নিয়ে গণভোট হবার কথা৷ কোনো কারণে সেটা যদি পিছিয়ে যায়, তাহলে সেখানকার পিএলএম পার্টি নিজে নিজেই স্বাধীনতা ঘোষণা করে দিতে পারে৷ দক্ষিণ সুদানে এর আগে গণযুদ্ধে প্রায় ২০ লক্ষ মানুষ মারা যায়৷

এদিকে মার্কিন প্রেসিডেন্ট আজ বৈঠক করবেন আসিয়ান অর্থাৎ ‘অ্যাসোসিয়েশন অব সাউথইষ্ট এশিয়ান নেশনস'-এর শীর্ষনেতাদের সঙ্গেও৷ ওবামা ক্ষমতায় আসার পর থেকেই আসিয়ান-এর সঙ্গে সম্পর্ক বাড়াতে চাইছেন৷ এজন্য গতবছর এশিয়া সফরে গিয়ে নিজেকে অ্যামেরিকার প্রথম ‘প্যাসিফিক প্রেসিডেন্ট' হিসেবেও আখ্যায়িত করেছেন৷ আজকের বৈঠকে আলোচনা হবে বাণিজ্য নিয়ে৷ পাশাপাশি ‘সাউথ চায়না সি' বা দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে আসিয়ান'এর কয়েকটি দেশের সঙ্গে চীনের যে টানাপোড়েন চলছে, সেটাও উঠে আসবে৷ তবে চীন ইতিমধ্যে এ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে৷ এছাড়া, বৈঠকে আলোচনা হবে মিয়ানমার নিয়েও৷ বিশ্বে মিয়ানমার অন্যতম একটি দেশ, যেখানে রাজনৈতিক পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্র এখনও ব্যর্থ৷ এদিকে ওবামা আগামী নভেম্বরে আসিয়ান-এর সদস্যদেশ ইন্দোনেশিয়া সফরে যাবার ঘোষণা দিয়েছেন৷ এর আগে দু'বার এই সফর বাতিল হয়ে গিয়েছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ